ভিডিও শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৪ নভেম্বর, ২০২৫, ০৪:০৪ দুপুর

দেশের ১৫ প্রেক্ষাগৃহে রাসেল মিয়ার ‘গোয়ার’

দেশের ১৫ প্রেক্ষাগৃহে রাসেল মিয়ার ‘গোয়ার’

নাম তার রাসেল মিয়া। ‘হালাল নায়ক’ কিংবা ‘পাপমুক্ত সিনেমার নায়ক’ হিসেবে বিতর্কিত হয়ে আলোচনায় আসেন তিনি। ২০২২ সালের দিকে একটি সিনেমায় অভিনয় করেন রাসেল। সেই ছবির প্রচারে তিনি দাবি করেন তার অভিনীত ‘ভাইয়া রে’ সিনেমাটি ‘হালাল’ । এতে কোনো পাপ নেই। বিষয়টি রাতারাতি বিতর্কের জন্ম দেয়।

‘পাপমুক্ত’ ও ‘হালাল’ সিনেমার দাবিদার রাসেল মিয়া ব্যাখ্যা দিতে গিয়ে তখন গণমাধ্যমে বলেছিলেন, ‘আমি বারবার বলছি সিনেমা পাপমুক্ত, সিনেমা হালাল। সিনেমা করতে গিয়ে কারও হাত পর্যন্ত ধরিনি। আমি বোঝাতে চেয়েছি ‘ভাইয়ারে’ ছবিটি করতে গিয়ে আমরা ব্যক্তিগত কোনো পাপ করিনি। ব্যক্তিগত পাপ ছাড়াও যে চলচ্চিত্র অঙ্গনে শতশত সিনেমা নির্মাণ হয়ে থাকে, আমি সেটাই প্রিয় দর্শকদের বোঝাতে চেয়েছি।

এবার সেই রাসেল মিয়ার আরও একটি সিনেমা সারাদেশে আজ (১৪ নভেম্বর) থেকে ১৫ টি হলে মুক্তি পেয়েছে। এ সিনেমার নাম ‘গোয়ার’। ছবিটি পরিচালনা করেছেন রকিবুল আলম রকিব এবং প্রযোজনা করেছেন নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর।

চলচ্চিত্রটির প্রধান চরিত্রেই দেখা যাবে ‘পাপমুক্ত সিনেমার নায়ক’ রাসেল মিয়াকে। এতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা জলিকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, হেলেনা জাহাঙ্গীর ও বর্দা মিঠুর মতো তারকারা।

আরও পড়ুন

ছবির গল্প প্রসঙ্গে রাসেল মিয়া জানান, ‘‘গোয়ার’ একটি গণমানুষের ছবি। এখানে উঠে এসেছে সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনচিত্র। গুলশানের নিঃসঙ্গ মানুষ থেকে শুরু করে গুলিস্তানের সাধারণ পথচারী, গার্মেন্টস কর্মী ভাইবোন, রিকশাচালকসহ সবার গল্পই কোনো না কোনোভাবে এই ছবিতে স্থান পেয়েছে। ছবিতে একজন ধর্ষণের শিকার নিরীহ নারীর ন্যায়বিচার পাওয়ার সংগ্রামও উঠে এসেছে।

রাসেল মিয়া আরও বলেন, ‘এই ছবিতে আমি একেবারে নতুন এক চরিত্রে অভিনয় করেছি। এটি একজন সাইকোপ্যাথের চরিত্র। এটা আমার আগের কাজগুলো থেকে একেবারেই আলাদা। আমি বিশ্বাস করি, গোয়ার দর্শকদের সিনেমা দেখার ক্ষুধা মেটাবে।’

তিনি মনে করেন, ছবি মুক্তির মাধ্যমে প্রমাণ হবে সিনেমা কেবল ঈদকেন্দ্রিক নয় সারা বছর ধরেই ভালো গল্প আর অভিনয় দিয়ে দর্শককে হলে ফেরানো সম্ভব। রাসেল মিয়ার প্রত্যাশা, ‘গোয়ার’ ছবিটি হলে নতুন স্বপ্ন ও আশা জাগাবে হল মালিকদের মাঝেও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা

দেশের ১৫ প্রেক্ষাগৃহে রাসেল মিয়ার ‘গোয়ার’

টাকার বস্তা নিয়ে হাসিনা তার আত্মীয়-স্বজনকে ভাগিয়ে দিয়েছে : এ্যানি

রংপুর-৬ আসনে এনসিপির মনোনয়ন সংগ্রহ করলেন ঢাবির সাবেক শিক্ষার্থী মাসুম বিল্লাহ

সারাবিশ্বে প্রতি ৯ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত

তদন্ত করতে গিয়ে আসামিদের হামলায় তিন পুলিশ সদস্য আহত