আশুলিয়ায় পার্কিং করা পিকআপে আগুন দিলো দুর্বৃত্তরা
মফস্বল ডেস্ক : সাভারের আশুলিয়ায় সড়কে পার্কিং করা একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুরো পিকআপটি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের আশুলিয়া সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার ভোরে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় পার্কিং করা একটি পিকআপ ভ্যানে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় স্থানীয় লোকজন দুই ব্যক্তিকে মোটরসাইকেলে এসে ওই পিকআপে আগুন দিতে দেখে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
আরও পড়ুনজিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার আবু সায়েম মাসুম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের এক ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ওই পিকআপের আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পিকআপের ইঞ্জিনসহ সামনের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানান তিনি।
এর আগে, বুধবার ভোর ৫টার দিকে ডিইপিজেড-আশুলিয়া-আব্দুল্লাহপুর সড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় পার্কিং করা একটি আলিফ পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1763051889.jpg)
_medium_1763051300.jpg)
_medium_1763049843.jpg)


_medium_1763050587.jpg)
_medium_1763047815.jpg)
_medium_1763052938.jpg)
