সিরাজগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : ইসকনকে জঙ্গী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধের দাবি জানিয়েছে সিরাজগঞ্জ ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতি। গতকাল শুক্রবার সিরাজগঞ্জ ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ইসকনের বিরুদ্ধে আলেম-ওলামা, আইনজীবী, সাধারণ মুসলমান গুম, খুন, হত্যা মুসলিম মেয়েদের ইজ্জত লুন্ঠন ও তাদেরকে হিন্দুত্বকরণ এবং ভারতে পাচারের অভিযোগসহ অসংখ্য সন্ত্রাসী কর্মকান্ডের মদদাতা উল্লেখ করে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
সংগঠনের সভাপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে শহরের বাজার স্টেশন সংলগ্ন মুক্তির সোপান চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ইসকনের দেশব্যাপী কর্মকান্ডের তীব্র সমালোচনা করেন।
আরও পড়ুনএসময় সংগঠনের সহ-সভাপতি মাওলানা মো. আলামিন, সেক্রেটারি মাওলানা আব্দুস সামাদ, সিরাজগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি আহমাদুল্লাহ সিরাজী, বাংলাদেশ ইসলামী যুব মজলিস আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মো. হাফেজ নাফিসসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন










