ভিডিও বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৪ অক্টোবর, ২০২৫, ১১:৪৮ রাত

মা ইলিশ সংরক্ষণে সারিয়াকান্দির যমুনা নদীতে অভিযানে, ১০ হাজার মিটার জাল জব্দ

মা ইলিশ সংরক্ষণে সারিয়াকান্দির যমুনা নদীতে অভিযানে, ১০ হাজার মিটার জাল জব্দ। ছবি : দৈনিক করতোয়া

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : মা ইলিশ সংরক্ষণে বগুড়া সারিয়াকান্দির যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দিনব্যাপী এ অভিযানে ১০ হাজার মিটার ইলিশ মাছ ধরার করার জাল জব্দ করা হয়েছে। এ সময় জালে থাকা বেশকিছু ইলিশ যমুনায় ছেড়ে দেয়া হয়েছে। একই অভিযানে ২০ পিস নিষিদ্ধ চায়না দুয়ারি জালও জব্দ করা হয়েছে।

পরে জালগুলো সারিয়াকান্দি কালিতলা গ্রোয়েনবাঁধ এলাকায় নিয়ে এসে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যমুনায় মা ইলিশ সংরক্ষণের এ অভিযানের নেতৃত্ব দেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন।

আরও পড়ুন

আতিকুর রহমান বলেন, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ করতে যমুনা নদীতে দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়েছে। দেশের নদ নদীতে ইলিশের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে এ ধরনের অভিযান চলমান রাখা হবে। এ নিষিদ্ধ সময়ে নদীতে ইলিশ মাছ না ধরার জন্য জেলে ভাইদের অনুরোধ জানানো যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন জয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস

পাবনায় নকল দুধ তৈরি ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড

স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড পেল ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ টন ভারতীয় জিরা জব্দ

নারায়ণগঞ্জে ককসিট তৈরির কারখানা ও গোডাউনে আগুন