ভিডিও রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৪ অক্টোবর, ২০২৫, ০৯:৩৮ রাত

বগুড়ার শেরপুরে সম্পত্তি জবর দখল ও মিথ্যা মামলার অভিযোগে ভূমিহীনদের মানববন্ধন

বগুড়ার শেরপুরে সম্পত্তি জবর দখল ও মিথ্যা মামলার অভিযোগে ভূমিহীনদের মানববন্ধন। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ৪০টি ভূমিহীন পরিবারকে উচ্ছেদের জন্য ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় শেরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন কর্মসুচিতে ওই গ্রামের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে তারা শেরপুর উপজেলা নির্বাহী ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন চলাকালে ভুক্তভোগী কোব্বাত ও খুশি বেগম বলেন, তারা শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কদিমুকুন্দ মৌজার হাটদীঘি পুকুরপাড় গ্রামের বাসিন্দা।

প্রায় ৪৩ বছর আগে এই হাটদীঘি পুকুর পারে এসে বসবাস শুরু করে। সেই থেকে ভূমিহীনরা পুকুরপাড়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন। কিছুদিন আগে স্থানীয় প্রভাবশালীরা পুকুরটি দখল করার চেষ্টা করছেন। পরবর্তীতে আবার রাতের আঁধারে তারা আমাদের বাড়িতে আগুন দিয়ে আমাদের হত্যার চেষ্টা করে। এছাড়াও উচ্ছেদের জন্য প্রভাবশালী মহল একাধিক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে।

আরও পড়ুন

মানববন্ধনে অংশ নেওয়া পরিবারগুলো প্রশাসনের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ভূমিদস্যুদের হাত থেকে তাদের হয়রানিমুক্ত জীবন নিশ্চিত করার জোর দাবি জানান। এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার আশিক খান বলেন, স্মারকলিপি পেয়েছি, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি শিক্ষককে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মশাল মিছিল

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদসহ অন্যান্য পণ্য জব্দ

সংশয়ের কিছু নেই ফেব্রুয়ারি মাসেই নির্বাচন : ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন

চাঁপাইনবাবগঞ্জে প্রবাসী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

বিএনপি চরাঞ্চলের মানুষের উন্নয়নে সর্বোচ্চ কাজ করবে : সাবেক এমপি কাজী রফিক