ভিডিও বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৩ অক্টোবর, ২০২৫, ০৯:১৮ রাত

যেমন আছেন চিত্রনায়িকা কাবেরী

চিত্রনায়িকা কাবেরী

অভি মঈনুদ্দীন ঃ চিত্রনায়িকা কাবেরীর কথা কী মনে পাড়ে কারো? মনে না থাকারই কথা। কারণ ১৯৮৯ সালের পর তিনি আর কখনো সিনেমাতে অভিনয় করেননি। যে কারণে ১৯৮৯ সালের পরে যারা নিয়মিত সিনেমার দর্শক তারা হয়তো ভুলেই গেছেন চিত্রনায়িকা কাবেরী’কে। কাবেরী চাঁদপুরের মেয়ে। ক্লঅশ থ্রি পর্যন্ত পড়াশুনা করার পর ঢাকার খিলগাঁওতে এসে যখন ক্লাশ ফাইভ কিংবা সিক্সে পড়েন তখন পরিচালক দীলিপ সোমের চোখে পড়েন তিনি। দীলিপ সোম সরাসরি কাবেরীদের বাসায় চলে যান। পরিবারের কাছে প্রস্তাব রাখেন কাবেরীকে নিয়ে ফোক সিনেমা নির্মাণের।

দীলিপ সোম কাবেরী ও শাম্মীকে নিয়ে নির্মাণ করেন ফোক সিনেমা ‘মনি মালা’। এই সিনেমা মুক্তির পর কাবেরী পরবর্তীতে মঞ্চে, টিভিতে এবং চলচ্চিত্রে অভিনয়ে ভীষণ ব্যস্ত হয়ে উঠেন। তবে সিনেমাতেই তিনি বেশি কাজ করেছেন।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে ‘বলাকা মন’,‘ সুখ দুঃখ’, ‘ অবাক পৃথিবী’ , ‘বাংলার চব্বিশ বছর’, ‘আমির ফকির’ ইত্যাদি। কাবেরীর ভাষ্যমতে নায়িকা হিসেবেই তিনি বেশি সিনেমাতে অভিনয় করেছেন। সব মিলিয়ে একশত সিনেমাতে তিনি অভিনয় করেছেন। তবে এই সময়ে এসে অনেক সিনেমার নামই তিনি মনে করতে পারছেন না।

আরও পড়ুন

কাবেরী বলেন,‘ এখনো খুউব ইচ্ছে করে সিনেমাতে অভিনয় করার। কিন্তু শুধু একটা ভয় কাজ করে। আগের মতো সেই শ্রদ্ধা সম্মান আর নেই এখন। আমরা যখন কাজ করতাম তখন শিল্পীদের প্রতি সবার যে কী ভীষণ শ্রদ্ধা ভালোবাসা ছিলো তা ভাষায় প্রকাশের নয়। ইউনিটের সবার শতভাগ খেয়াল থাকতো শিল্পীদের প্রতি। কিন্তু এখন যা শুনি তাতে আর ইচ্ছে করেনা। কিন্তু তারপরও মাঝে মাঝে মন মানে না, মনে হয় যে আরেকবার না হয় ফিল্মে কাজ করি। কারণ ফিল্ম থেকেইতো আমার আজকের কাবেরী হয়ে উঠা। তাই যেভাবেই থাকুক আমার চলচ্চিত্র আমার চলচ্চিত্র পরিবার ভালো থাকুক।’

কাবেরীর মা মালতী দে’ও অভিনয়ের সাথে সম্পৃক্ত ছিলেন। ঢাকা’সহ ঢাকার বাইরে মালতী দেও বেশ কয়েকটি সিনেমা হলও ছিলো। কাবেরীর ভাই উত্তম আকাশ দেশের প্রখ্যাত একজন চলচ্চিত্র পরিচালক। কাবেরীর ছেলে সুদীপ দে সুমনকে সবাই চিনেন। তিনিও একজন প্রতিথযশা চলচ্চিত্র প্রযোজক। কাবেরী’র স্বামী প্রদীপ দের হাত ধরেই ‘নিবেদিতা ফিল্মস’র যাত্রা শুরু হয়। এই প্রযোজনা সংস্থা থেকে বহু চলচ্চিত্র নির্মিত হয়েছে। পরবর্তীতে তাদের ছেলে সুদীপ দে সুমন ‘ঋদ্ধি টকিজ’ নামে প্রযোজনা সংষ্ধসঢ়;থা থেকে বেশ কয়েকটি ব্যবসা সফল সিনেমা উপহার দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রানের পাহাড় গড়েও দক্ষিণ আফ্রিকার কাছে হারলো ভারত

‘কমপ্লিট শাটডাউন’ নিয়ে যে বার্তা দিলেন প্রাথমিকের শিক্ষকরা

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল

বগুড়া শহরের চাঁদনী বাজার মোড় আজও হয়নি ক্লক টাওয়ার নির্মাণ দখল-দূষণে অন্তহীন দুর্ভোগ

স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল

নাতনিকে বিয়ে না করার পরামর্শ দিলেন জয়া বচ্চন