ভিডিও বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১২ অক্টোবর, ২০২৫, ০৯:২৮ রাত

পাকিস্তানের সঙ্গে সংঘাত স্থগিতের ঘোষণা দিলেন আফগান মন্ত্রী

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

আফগানিস্তান জানিয়েছে, কাতার ও সৌদি আরবের আহ্বানে সাড়া দিয়ে ‘আপাতত সময়ের জন্য’ পাকিস্তানের সঙ্গে চলমান সংঘাত বন্ধ করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) ভারতের নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এ তথ্য জানিয়েছেন।

কাবুল শনিবার (১১ অক্টোবর) রাতে তার ‘সামরিক লক্ষ্য’ অর্জন করেছে- পাকিস্তানের সাথে সীমান্ত সংঘাত সম্পর্কিত এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, পাকিস্তানের বেশিরভাগ মানুষ শান্তিপ্রিয় এবং আফগানিস্তানের সাথে সুসম্পর্ক চায়। পাকিস্তানের বেসামরিক নাগরিকদের সাথে আমাদের কোনো সমস্যা নেই।

আফগান পররাষ্ট্রমন্ত্রীর মতে, যখন কেউ আমাদের (আফগানিস্তানের) অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে, তখন সব বেসামরিক নাগরিক, সরকার প্রধান, উলেমা (ধর্মীয় পণ্ডিত) এবং সব ধর্মীয় নেতারা দেশের স্বার্থে লড়াই করার জন্য একত্রিত হন।

আরও পড়ুন

পাকিস্তান যদি সুসম্পর্ক এবং শান্তি না চায়, তাহলে আফগানিস্তানের কাছে ‘অন্য বিকল্প’ আছে বলেও হুঁশিয়ারি দেন আমির খান মুত্তাকি।

গত শনিবার রাতভর আফগানিস্তান-সীমান্তে ব্যাপক সংঘাতের পর পাকিস্তান জানিয়েছে, তাদের সেনাদের হামলায় দুই শতাধিক আফগান তালেবান ও অন্যান্য যোদ্ধা নিহত হয়েছে। একই ঘটনায় পাকিস্তানি সেনার ২৩ সদস্য নিহত ও ২৯ জন আহত হয়েছেন।

আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, তাদের হামলায় পাকিস্তানি সেনার ৫৮ সদস্য নিহত হয়েছে। আফগানদের ৯ জন প্রাণ হারিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক গানেই ইতিহাস হয়ে রইলেন নিশীতা

পটুয়াখালীতে বড়শিতে ধরা পড়লো ৩৭ কেজির কালো পোয়া

বগুড়ায় জাল নোটসহ তিন কিশোর আটক

গোয়ালন্দে পদ্মা নদীর এক কাতলার দাম ৫৫ হাজার টাকা

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মী গ্রেফতার

বগুড়া শহরের সাতমাথায় যানজট নিরসনে মাঠে নামে সেনা বাহিনী