ভিডিও রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১২ অক্টোবর, ২০২৫, ০৯:২৩ রাত

হাইকোর্টের দ্বারস্থ হলেন কুমার শানু

হাইকোর্টের দ্বারস্থ হলেন কুমার শানু

হাইকোর্টের দ্বারস্থ হলেন ভারতের অন্যতম জনপ্রিয় গায়ক কুমার শানু। দিল্লি হাইকোর্টে স্বত্বাধিকার আইনের অন্তর্গত তার ব্যক্তিত্ব রক্ষার অধিকারের দাবিতে একটি আবেদন জমা দিয়েছেন তিনি।

কুমার শানুর এই আবেদনের শুনানি হবে আগামী সোমবার, বিচারপতি মনপ্রিত প্রিতম সিং অরোরার এজলাসে। কুমার শানু ভট্টাচার্য ওরফে কুমার শানু নামে বেশি পরিচিত এই গায়ক আদালতের কাছে তার প্রচারের অধিকার কায়েম রাখার আর্জি জানিয়েছেন।

শানু তার নাম, কণ্ঠস্বর, গায়কী এবং গানের কৌশল ইত্যাদির মর্যাদা রক্ষার আবেদন করেন আদালতে। যা স্বত্বাধিকার আইনের অধীনে ব্যক্তিত্ব বা প্রচার অধিকার বিধির মধ্যে পড়ে।

তার আবেদনে শানু গান গাওয়ার বিভিন্ন ধরন ও গানের মাধুর্য আনতে যে যে স্বরগ্রামের উঁচুনিচু করার কৌশল সেই সব রক্ষার কথা বলেছেন। একই সঙ্গে তাঁর ছবি, পছন্দ স্বাক্ষরের স্বত্ব রক্ষার আবেদন জানিয়েছেন আদালতে।

তার গানের অবৈধ অথবা লাইসেন্সহীন ব্যবহার বন্ধ এবং বাণিজ্যিকভাবে তার গাওয়া গান ব্যবহারের বৈধতা রক্ষার কথাও জানান। কোনো তৃতীয় পক্ষ এ ধরনের কাজ করলে তা যেন আইনবহির্ভূত বলে বিবেচ্য হয়, সেই আর্জি রেখেছেন।

তার দাবি, যত্রতত্র ব্যবহারে মানুষ বিভ্রান্ত হতে পারেন এবং তার ভক্তরা প্রকৃত কণ্ঠ শোনার হাত থেকে বঞ্চিত হবেন।

আরও পড়ুন

কুমার শানুর হয়ে আবেদনটি করেছেন আইনজীবী শিখা সচদেব ও সানা রইস খান।

শানুর অনুষ্ঠানের নৈতিক অধিকার রক্ষার আবেদন যেন স্বত্বাধিকার আইন দ্বারা বিবেচিত হয়।

আইন ভঙ্গকারীরা তাঁদের মক্কেলের ব্যক্তিত্ব ও প্রচার রক্ষার অধিকার অমান্য করছেন কুমার শানুর নাম, কণ্ঠস্বর, পছন্দ এবং ব্যক্তিজীবনকে ব্যবহার করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের মধ্যে ডায়াবেটিস রোগ বাড়ার মূল কারণ জানাল গবেষণা

সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক করল জার্মানি

অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থন পেয়ে আপ্লুত তারেক রহমান

হাজারীবাগ বেড়িবাঁধ রোডে বাসে আগুন

উড়তে থাকা সেনেগালকে থামিয়ে প্রতিশোধ নিল ব্রাজিল

আগারগাঁও ও বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ