ভিডিও রবিবার, ১২ অক্টোবর ২০২৫

কিশোরগঞ্জ একটি দুর্বল পৌরসভা : স্বাস্থ্য সচিব

কিশোরগঞ্জ একটি দুর্বল পৌরসভা : স্বাস্থ্য সচিব

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ পরিদর্শন শেষে কিশোরগঞ্জ পৌরসভাকে একটি দুর্বল পৌরসভা হিসেবে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। তিনি বলেন, বাংলাদেশে যতগুলো পৌরসভা রয়েছে, তার মধ্যে কিশোরগঞ্জ পৌরসভা একটি দুর্বল পৌরসভা।

আজ শনিবার (১১ অক্টোবর) দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের হলরুমে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইদুর রহমান বলেন, আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি কিশোরগঞ্জের কোনো রোগী যেন চিকিৎসার জন্য ঢাকায় না যেতে হয়। এর জন্য প্রয়োজনীয় সব কিছু আমরা সম্মিলিতভাবে করার চেষ্টা করব।

আরও পড়ুন

স্বাস্থ্য সচিব আরও বলেন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে প্রাথমিকভাবে পাঁচটি বেড স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি শিশু রোগীদের জন্য এনআইসিইউ (নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট) স্থাপনেরও উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মজিবুর রহমান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভাগীয় পরিচালক (ঢাকা বিভাগ) ডা. জাহাঙ্গীর আলম, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক ডা. মো. সাইফুল ইসলামসহ মেডিকেল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে বসতবাড়িতে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন ‘বাগান বিলাস’ ফুল

নওগাঁর মান্দায় রাস্তা নিয়ে মারধরে নারীসহ আহত ৪

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাবেক অধ্যক্ষের স্বাক্ষর জালিয়াতি করে কোটি টাকার নিয়োগ বাণিজ্য

চাঁদাবাজি দখলদারিত্ব সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে পঞ্চগড়ে এনসিপি’র লংমার্চ

নাটোরের সিংড়ায় চাঁদা না পেয়ে হামলার অভিযোগ

মহাস্থান ফুটওভার ব্রিজ দখলমুক্ত করতে পুলিশের অভিযান