ভিডিও মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১১ অক্টোবর, ২০২৫, ০৬:২৯ বিকাল

সোনারগাঁয়ে একই ওড়নায় ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে একই ওড়নায় ঝুলন্ত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দারোগোল্লা গ্রামে একই ওড়নায় ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল শুক্রবার (১০ অক্টোবর) গভীর রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিনথিয়া আক্তার (২০) ও তার স্বামী সাব্বির হোসেন (২২)। সাব্বির ওই গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিনথিয়া ও সাব্বিরের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, সেই পারিবারিক দ্বন্দ্বের জের ধরেই তারা আত্মহত্যা করেছেন। রাত ৩টার দিকে বাড়ির একটি কক্ষে তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবার। পরে খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

নিহত দম্পতির সংসারে সাফরান হাসান নুর নামে ৩ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। হঠাৎ এভাবে বাবা-মাকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথে বাংলাদেশ

সড়ক দুর্ঘটনায় এক পরিবারেরই ১৮ জন নিহত

শেখ হাসিনার রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে : বিএনপি

ভারত-বাংলাদেশের লড়াই আজ, কে এগিয়ে?

৫৫ বাংলাদেশি জেলেকে আটক করল ভারতীয় বাহিনী

নতুন ধানের ঘ্রাণে প্রাণবন্ত নওগাঁর গ্রাম শহর