কুড়িগ্রামের নাগেশ্বরীতে নদে ডুবে যাওয়ার পাঁচদিন পর লাশ উদ্ধার

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি : দুধকুমার নদে বন্যার পানিতে ভেসে আসা গাছের গুঁড়ি ধরতে গিয়ে তলিয়ে যাওয়ার পাঁচদিন পর ১০ কিলোমিটার দূরে পাওয়া গেছে মনছুর আলীর (৪০) অর্ধগলিত লাশ। গত ৪ অক্টোবর রাতে উজান থেকে ধেয়ে আসা বানের পানির সাথে ভেসে আসে অসংখ্য ছোট-বড় কাঠের গুঁড়ি। এসব কাঠের গুঁড়ি ভারত থেকে ভাটির দিকে নেমে আসে।
এসব কাঠ ধরতে ভোর থেকে দুধকুমার নদের দুই কুলের মানুষ নেমে পড়ে নদে। এমনিভাবে গত ৫ অক্টোবর সকালে সাঁতার দিয়ে কাঠের গুঁড়ি ধরতে বাড়ির পাশে দুধকুমার নদে নামে বেরুবাড়ি ইউনিয়নের খেলারভিটা গ্রামের ধান ব্যাবসায়ী মনছুর আলী (৪০)। সে ওই গ্রামের আমজাদ আলীর ছেলে।
আরও পড়ুননদে নেমে একটি গুঁড়ি ধরে তীরে আসার আগেই প্রবল স্রোতে সে তলিয়ে যায়। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার ভাটিতে কালিগঞ্জ ইউনিয়নের কাঠগীরিরচর নামক স্থানে দুধুুমার নদের কিনারে তার লাশ পাওয়া যায়।
মন্তব্য করুন