নওগাঁয় বিশ্ব ডিম দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি: ‘ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন’ প্রতিপাদ্যে নওগাঁয় বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পচিালক আবুল কালাম আজাদ, জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, জেলা পোল্ট্রি এ্যাসোসিয়েশনের সভাপতি ওয়ালিউল ইসলাম, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার আমিনুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুনমন্তব্য করুন