ভিডিও মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৫ অক্টোবর, ২০২৫, ০৪:১০ দুপুর

ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : গানারদের হয়ে ৩০০তম ম্যাচে ডাগআউটে দাঁড়ালেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে মিকেল আর্তেতার ৩০০তম ম্যাচটি হয়ে উঠল এক স্মরণীয় জয়ে রাঙানো এক সন্ধ্যা।

নিজের সাবেক ক্লাব ওয়েস্ট হ্যামের বিপক্ষে ডেকলান রাইসের গোল ও বুকায়ো সাকার পেনাল্টিতে গানাররা ঘরের মাঠে ২-০ ব্যবধানে জয় তুলে নেয়। সে সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষেও উঠে গেলো আর্সেনাল। ৭ ম্যাচে গানারদের পয়েন্ট ১৬। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল। ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ওয়েস্টহ্যাম রয়েছে টেবিলের ১৯তম স্থানে।

গত দুই মৌসুমে এমিরেটস স্টেডিয়ামে এসে জয় নিয়ে ফিরেছিল ওয়েস্ট হ্যাম; কিন্তু এবার ইতিহাস পাল্টে দিলেন তাদেরই সাবেক অধিনায়ক রাইস। প্রথমার্ধের ৩৮তম মিনিটে মার্টিন জুবিমেন্দির নিখুঁত পাসে এগিয়ে গিয়ে জোরালো শটে জালের দেখা পান রাইস। গোলের পর তিনি সংযত উদযাপন করলেও পুরনো সতীর্থদের দিকে তাকিয়ে দেন এক অর্থবহ দৃষ্টি। দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে আসে দ্বিতীয় গোল। এল হাজি মালিক দিওফের ফাউলে রেফারি পেনাল্টি দিলে স্পট কিক নেন বুকায়ো সাকা। ১২ গজ দূর থেকে ঠান্ডা মাথায় জালে পাঠান তিনি। এর আগেও সাকার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছিল।

আরও পড়ুন

তবে ম্যাচে কিছু চিন্তার বিষয়ও ছিল আর্তেতার জন্য। দলের অধিনায়ক মার্টিন ওডেগার্ড ম্যাচের ২৯তম মিনিটেই ইনজুরিতে মাঠ ছাড়েন। আর নতুন সাইনিং ভিক্টর গিয়োকেরেসের গোল খরা ছয় ম্যাচে গড়িয়েছে অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে। আর্সেনালের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও ওয়েস্ট হ্যাম কোচ নুনো এসপিরিতো সান্তোর অবস্থাটা এখন নাজুক। দলটি প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচে পরাজিত হয়ে নেমে গেছে অবনমন অঞ্চলে।

আর্সেনাল ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায়। ১৩ মিনিটে এবেরেচি এজে সহজ সুযোগ মিস করেন। প্রথমার্ধে রিকার্ডো কালাফিওরি পোস্টে বল মারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরা ইপিজেডে সনিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ভারতের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় তুলে নিলো বাংলাদেশ

বগুড়ার ধুনটে প্রতারক দম্পতির খপ্পরে অটোভ্যান খোয়ালেন চালক

রংপুর বিভাগে বেড়েছে ভোটার ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা

দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর

কনা-লিজার নতুন গানে মুগ্ধ শ্রোতা