ভিডিও বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:২১ বিকাল

মেঘনায় বাল্কহেডের ধাক্কায় ৬ জেলেসহ ট্রলারডুবি

মেঘনায় বাল্কহেডের ধাক্কায় ৬ জেলেসহ ট্রলারডুবি

মুন্সীগঞ্জের চরকিশোরগঞ্জের মোল্লারচরের কাছে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চরহোগলা বালুরঘাট সংলগ্ন মেঘনা নদীতে ৬ জেলেসহ ডুবে গেছে একটি মাছ ধরার ট্রলার। পরে ট্রলারে থাকা জেলেদের মধ্যে ৫ জন সাঁতরে তীরে উঠে আসলেও এখনও নিখোঁজ রয়েছেন একজন।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ৬ জেলেসহ মাছ ধরার ট্রলারটি ডুবে যায়।

এ ঘটনায় নিখোঁজ জেলের নাম মোহাম্মদ শরীফ (৩২)। তিনি শহরের দক্ষিণ ইসলামপুরের মোহাম্মদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, একটি ট্রলারে মাছ ধরতে মেঘনায় গিয়েছিলেন ৬ জেলে। সোমবার সকালে মেঘনা নদীর চরহোগলা বালুরঘাট সংলগ্ন এলাকায় একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ৬ মাঝিসহ ডুবে যায়। ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায় বাল্কহেডটি। এক পর্যায়ে ট্রলারে থাকা জেলেদের মধ্যে পাঁচজন সাঁতরে তীরে উঠে আসলেও একজন এখনও নিখোঁজ রয়েছেন। সর্বশেষ জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।

আরও পড়ুন

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, পানির গভীরতা বেশি এবং স্রোত রয়েছে। ডুবুরি দল উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ জানান, ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বাল্কহেডটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি এখন বিশ্বের সবচেয়ে সুখী মানুষ: হামজা চৌধুরী

হোটেল রমনার পাশের মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

নিরাপত্তা পরিষদে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা পাস

গভীর রাতে গুলিস্তানে মার্কেটে আগুন

আগারগাঁওয়ে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন

ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক : মির্জা ফখরুল