ভিডিও রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২১ দুপুর

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ধাপে অধিনায়ক লিটন দাসের সঙ্গে উড়াল দিয়েছেন আরও ৮ ক্রিকেটার। বাংলাদেশ সময় ১০ টা ১৫ মিনিটে ঢাকা ত্যাগ করেছেন তারা।প্রথম ধাপে আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছেন লিটন দাস, শেখ মাহেদী হাসান, সাইফ হাসান, মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক ও রিশাদ হোসেন। তাদের সঙ্গে আছেন টিম ম্যানেজমেন্টের চার সদস্য।

বড় লক্ষ্য নিয়ে এশিয়া কাপ খেলতে যাচ্ছে টাইগাররা। শিরোপা জিতেই দেশে ফিরতে চায় লিটন দাসের দল। দেশ ছাড়ার আগে জাকের আলী অনিক বলেন, ‘আমরা সবাই বিশ্বাস করি এবং ঐরকম মাইন্ডসেট নিয়েই যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যেই যাচ্ছি।’

জাকের আরও বলেন, ‘অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব। প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো করার চেষ্টা থাকবে। এরজন্য ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে। সবমিলিয়ে আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’

আরও পড়ুন

দ্বিতীয় ধাপে আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবেন টিম ম্যানেজমেন্টের সদস্য সহ আরও ১৪ জন। তারা দেশ ছাড়বেন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে স্পিনিং মিলে আগুন

মুস্তাফিজের দারুণ বোলিংয়ের পরও হারল দুবাই

১২০ চিকিৎসকের সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি

১১৪ জুলাই শহীদের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন আজ

মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত ১৮

নির্বাচন ও গণভোট: কমিশনের প্রস্তুতি চূড়ান্ত, তফসিলের অপেক্ষা