ভিডিও রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৪৯ রাত

ডাকসু নির্বাচনে ছাত্রদলকে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছেন বিএনপি নেতারা, অভিযোগ শিক্ষার্থীদের

ডাকসু নির্বাচনে ছাত্রদলকে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছেন বিএনপি নেতারা, অভিযোগ শিক্ষার্থীদের

ঢাবি প্রতিনিধি: আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেলে ভোট দেওয়ার জন্য শিক্ষার্থীদের ওপর চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। এতে শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)-এর শামসুন নাহার হলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী সামিয়া আক্তার অভিযোগ করেছেন, তাকে ফোন করে ছাত্রদলকে ভোট দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে।

শনিবার (৬ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সামিয়া জানান, চাঁদপুর জেলা বিএনপির সভাপতির পক্ষ থেকে তিনি কল পেয়েছেন। তিনি লিখেছেন, “আমার ব্যক্তিগত প্রাইভেসি ও নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ছাত্রদলের ভোটের মাঠ কি এতটাই ফাঁকা যে জেলার নেতাকর্মী দিয়ে ভোট চাওয়াতে হচ্ছে? এ ধরনের কর্মকাণ্ড তাদের ভোটের বাজারে দেউলিয়াত্বের প্রমাণ।”

অভিযোগ অস্বীকার করে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, “বিষয়টি আমার জানা নেই। কে বা কারা আমার নাম ব্যবহার করে কল দিয়েছেন সেটি ওই শিক্ষার্থীই ভালো বলতে পারবেন। তিনি যদি নাম্বারটি আমাকে দেন, আমি খোঁজ নিয়ে বলতে পারব আসল ঘটনা।”

শুধু সামিয়াই নন, বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষার্থীও একই ধরনের অভিযোগ তুলেছেন। চৈতি নামের এক শিক্ষার্থী জানান, খুলনার রূপসা উপজেলার ছাত্রদল সেক্রেটারি ইমতিয়াজ আলী সুজন তাকে ফোন করে ছাত্রদলের প্যানেলে ভোট চেয়েছেন।

আরও পড়ুন

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়া ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নিয়ন মনি বলেন, “আজ সকালে স্থানীয় বিএনপির একজন নেতা আমাকে কল দেন। তিনি স্পষ্টভাবে বলেন, আমাদের উপজেলা থেকে ঢাবিতে পড়তে আসা শিক্ষার্থীরা যেন ৯ সেপ্টেম্বরের আগে একসাথে দেখা করে ছাত্রদলের পক্ষে ভোট নিশ্চিত করে।”

এ ধরনের অভিযোগ শিক্ষার্থীদের মাঝে প্রাইভেসি লঙ্ঘন ও নিরাপত্তাহীনতার শঙ্কা তৈরি করেছে। তাদের মতে, এ ঘটনায় আসন্ন নির্বাচনের পরিবেশও প্রশ্নবিদ্ধ হচ্ছে।

অন্যদিকে ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম এক ফেসবুক পোস্টে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে লেখেন, “সারা বাংলাদেশের আপামর জনতা এবং বিএনপি নেতাকর্মী-সমর্থক-শুভানুধ্যায়ী যারা আমাকে কিংবা আমার প্যানেলকে সমর্থন করছেন—অনুগ্রহ করে কোনো শিক্ষার্থীকে কল করে আমাদের জন্য ভোট চেয়ে তাদেরকে বিব্রত করবেন না।

আমি জানি, এ দেশের জনতার দোয়া, সমর্থন ও ভালোবাসা আমাদের সঙ্গেই রয়েছে। এই মুহূর্তে আপনাদের দোয়া-ই আমার কাছে মুখ্য।” তিনি আরও যোগ করেন, “অনেক ক্ষেত্রে বিরোধীরাও কল করে আপনাদের বিব্রত করতে পারে। তাই কোনো প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই তদন্তপূর্বক ব্যবস্থা নেবেন—এই আশা করি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রুডোর সঙ্গে কেটি পেরির ঘনিষ্ঠ ছবি প্রকাশ, নেটপাড়ায় তোলপাড়

এক বছরে টি-টোয়েন্টিতে ৮ সিরিজে ৫টি জয়, যা বললেন সালাউদ্দিন

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ছাড়ালো ৯০০

ক্ষমতায় এলে কম দামে মানুষের হাতে স্মার্টফোন তুলে দেয়া চেষ্টা করবে বিএনপি : খসরু

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১১৪ অজ্ঞাতনামার লাশ উত্তোলন শুরু

জাতির সামগ্রিক উন্নয়নে সংবাদকর্মীদের ভূমিকা অপরিহার্য : ডা. শফিকুর রহমান