টাকা ছাপানো ও বিতরণে বছরে ব্যয় ২০ হাজার কোটি টাকা: গভর্নর
টাকা ছাপানো ও বিতরণে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫’-এর এক প্যানেল আলোচনায় তিনি এ কথা বলেন।
আরও পড়ুনগভর্নর বলেন, দেশে নগদ অর্থের চাহিদা প্রতি বছর প্রায় ১০ শতাংশ হারে বাড়ছে। এই চাহিদা মেটাতে গিয়ে টাকা ছাপানো ও বিতরণে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হচ্ছে।
নতুনভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি ডিজিটাল হতে হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








