ভিডিও বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৪ আগস্ট, ২০২৫, ১২:০৭ দুপুর

রবিবার সাদা পাথর লুটের ঘটনায় দায়ের করা রিটের শুনানি

রবিবার সাদা পাথর লুটের ঘটনায় দায়ের করা রিটের শুনানি, ছবি: সংগৃহীত।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে দায়ের করা রিটের শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

আদালতে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাডভোকেট মীর এ কে এম নূরুন নবী।এর আগে, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়।

আরও পড়ুন

রিটে বলা হয়েছে, ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেনো যথাযথ ব্যবস্থা নেয় এবং সেখানে যেনো আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।এ ছাড়া, সিলেটের পর্যটন এলাকা ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা কেনো অবৈধ ঘোষণা করা হবে না, তার ব্যাখ্যা চেয়ে একটি রুল জারিরও আবেদন করা হয়েছে রিটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল

ইভ্যালির রাসেল-শামীমার ৫ বছরের কারাদণ্ড

শেখ হাসিনাকে ‘অবৈধভাবে’ দেওয়া ডাকসুর আজীবন সদস্যপদ বাতিল

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

ধানের শীষের প্রার্থী কাজী রফিকের সোনাতলায় গণসংযোগ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার