ভিডিও মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৯ জুন, ২০২৫, ০১:০৮ দুপুর

বগুড়ায় নিখোঁজ ঢাবি’র সাবেক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

বগুড়ায় নিখোঁজ ঢাবি’র সাবেক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার, ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার : তিন দিন নিখোঁজ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিকের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বোট ক্লাবের লেকে ভেসে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সৌমিক বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুর গ্রামের তৌফিকুর রহমানের ছেলে। তবে তিনি তার পরিবারের সাথে শহরের জলেশ্বরীতলা এলাকায় বসবাস করতেন। সৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন শেষ করে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। 

জানা গেছে, সৌমিক গত বৃহস্পতিবার বগুড়া শহরের জলেশ্বরীতলার বাসা থেকে সন্ধ্যার পর হাঁটতে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ হন এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরদিন শুক্রবার সকালে সৌমিকের বাবা তৌফিকুর রহমান বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 

আরও পড়ুন

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, মরদেহটি ঢাবি’র সাবেক শিক্ষার্থী সৌমিকের-এটা তার পরিবার নিশ্চিত করেছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিকের ১০০ টেস্ট

তারেক রহমান যেন মানবতার হাইকমিশনার : বগুড়ায় রুহুল কবির রিজভী | Tarique Rahman

বগুড়ার শেরপুর অটোভ্যান ছিনতাইয়ের চেষ্টা : ৩ যুবককে পুলিশে সোপর্দ

উত্তরা ইপিজেডে সনিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ভারতের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় তুলে নিলো বাংলাদেশ

বগুড়ার ধুনটে প্রতারক দম্পতির খপ্পরে অটোভ্যান খোয়ালেন চালক