ভিডিও মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৮ জুন, ২০২৫, ১০:৪৮ দুপুর

কলম্বো টেস্ট

ইনিংস পরাজয় ঠেকানোর দিনে লিটনের বিদায়

ইনিংস পরাজয় ঠেকানোর দিনে লিটনের বিদায়, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: দিনের শুরুতে থারিন্দু রত্নায়েকে তার ওভারের বাকি দুই বল করলেন। প্রবাথ জয়াসুরিয়া পরের ওভারের তৃতীয় বলে লিটন দাসকে (১৪) কুশল মেন্ডিসের ক্যাচ বানান। চতুর্থ দিন পঞ্চম বলে উইকেট হারালো বাংলাদেশ। ১১৭ রানে ৭ উইকেট পড়েছে তাদের।

তৃতীয় দিন শেষে- বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩৯.৩ ওভারে ১১৭/৭ (তাইজুল ০*, নাঈম ০*;  এনামুল ১৯, সাদমান ১২, মুমিনুল ১৫, শান্ত ১৯, মুশফিক ২৬, মিরাজ ১১, লিটন ১৪)

শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ১১৬.৫ ওভারে ৪৫৮/১০ (বিশ্ব ২*; উদারা ৪০, চান্ডিমাল ৯৩, নিসাঙ্কা ১৫৮, ধনাঞ্জয়া ৭, প্রবাথ ১০, কামিন্দু ৩৩, দিনুশা ১১, থারিন্দু ১০, কুশল ৮৪, আসিথা ০) লিড ২১১।

শক্ত প্রতিরোধের আশায় চতুর্থ দিন মাঠে বাংলাদেশ

হাতে আছে মাত্র ৪ উইকেট। ইনিংস হার এড়াতে করতে হবে এখনও ৯৬ রান। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সামনে শক্ত প্রতিরোধের বিকল্প নেই। একমাত্র স্বীকৃত ব্যাটার হিসেবে ক্রিজে লিটন দাস। তার সঙ্গে আছেন নাঈম হাসান।

আরও পড়ুন

ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় বাংলাদেশ

থারিন্দু রত্নায়েকে জোরালো এলবিডব্লুর আবেদন। আম্পায়ার আঙুল তোলেননি। বেশ আত্মবিশ্বাসের সঙ্গে রিভিউ নিতে বললেন শ্রীলঙ্কান স্পিনার। ধনাঞ্জয়া ডি সিলভা আস্থা রেখে টিভি আম্পায়ারের সাহায্য চাইলেন। অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদলে গেলো। মিরাজ হাঁটা ধরলেন। তার সঙ্গে অন্যরাও। বাংলাদেশ যেন হাফ ছেড়ে বাঁচলো। ব্যাটিং ধসে এক রাতের জন্য বিরতি পড়লো।

মাত্র চার উইকেট হাতে নিয়ে চতুর্থ দিন খেলতে নামবে বাংলাদেশ। ৬ উইকেটে তাদের রান ১১৫। ইনিংস হারের শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইনিংস হার ঠেকাতে এখনও ৯৬ রান করতে হবে বাংলাদেশকে। এর আগে শ্রীলঙ্কা কুশল মেন্ডিসের ৮৪ রানের সুবাদে প্রথম ইনিংসে ২১১ রানের লিড নেয়। তারপর প্রবাথ জয়াসুরিয়া ও ধনাঞ্জয়া ডি সিলভার আঘাতে বিপাকে পড়ে বাংলাদেশ।

বাংলাদেশ প্রথম ইনিংসে ৭৯.৩ ওভারে ২৪৭/১০ (রানা ০*: বিজয় ০, মুমিনুল ২১, শান্ত ৮, সাদমান ৪৬, লিটন ৩৪, মুশফিক ৩৫, মিরাজ ৩১, নাঈম ২৫, এবাদত ৮, তাইজুল ৩১)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে নবান্ন উৎসবে মাছের বাজারে উপচে পড়া ভিড়

চাঁপাইনবাবগঞ্জে নামাজে ইমামতি করার প্রাক্কালে মারা গেলেন ইমাম

বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে ভিপি সাইফুলের গণসংযোগ

কোটি টাকা খরচে মিরপুরে ডিজিটাল জায়ান্ট স্ক্রিন, ঘুচছে সমর্থকদের আক্ষেপ

বগুড়া ডিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তৌফিকুর রহমান

বগুড়ার ধুনটে জি এম সিরাজের গাড়ি ভাংচুর মামলায় যুবলীগ নেতা গ্রেফতার