বগুড়ার আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে দাম্পত্য কলহের জেরে সাথী আক্তার (২৭) নামে এক গৃহবধূ গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ রোববার (১৬ মার্চ) সকালে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ছাতারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সাথী আক্তার উপজেলার ছাতারবাড়ি গ্রামের ভ্যানচালক মিজানুর রহমানের স্ত্রী ও দুই সন্তানের জননী।
আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যানচালক মিজানুর রহমানের সাথে তার স্ত্রী সাথী আক্তারের নানা বিষয়ে কলহ লেগে ছিল। আজ রোববার (১৬ মার্চ) সকাল ৭টায় তাদের মধ্যে আবারও কলহের সৃষ্টি হলে সকাল ১০টায় স্বামীর সাথে অভিমান করে সাথী আক্তার তার শয়ন ঘরের তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
আরও পড়ুনথানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
মন্তব্য করুন