মুন্সীগঞ্জে ধর্ষণ চেস্টায় সময় নারীকে ছুরিকাঘাত, গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দক্ষিণ পশ্চিম কামারগাঁও এলাকার ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে নারীকে ছুরিকাঘাত করেছেন লিয়ন ফকির (২২) নামে এক যুবক। এ ঘটনায় ভুক্তভোগী শ্রীনগর থানায় মামলা করেছেন। পুলিশ শুক্রবার (১৪ মার্চ) রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ।
গ্রেপ্তার লিয়ন ফকির উপজেলার দক্ষিণ পশ্চিম কামারগাঁও এলাকার নিরব ফকিরের ছেলে।
আরও পড়ুন
ওসি শাকিল আহমেদ জানান, শুক্রবার রাতে ওই নারীর দুই ছেলে বাইরে যায়। রাত সাড়ে ৮টার দিকে লিয়ন ফকির ভুক্তভোগীর বাড়িতে যায়। তিনি ওই নারীকে কু-প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় লিয়ন ভুক্তভোগীকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন। ভুক্তভোগী চিৎকার করলে অভিযুক্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে ভুক্তভোগীকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তিনি আরও জানান, এ বিষয়ে ভুক্তভোগী বাদী হয়ে শ্রীনগর থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেছেন। স্থানীয়দের সহযোগিতায় শুক্রবার রাতেই অভিযুক্ত লিয়নকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন