ভিডিও রবিবার, ১৬ মার্চ ২০২৫

সিরাজগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু। প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে রাস্তার ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে ৩ জন। আজ শনিবার (১৫ মার্চ) বেলা ১১ টার দিকে শহরের পৌরসভার সাহেদনগর (ব্যাপারিপাড়ায়) এই ঘটনাটি ঘটে। নিহত ও আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির জানান, সকালে শহরের সাহেদনগর ব্যাপারিপাড়ায় ড্রেন নির্মাণের জন্য খনন কাজের জন্য ঠিকাদার নিয়োগকৃত পাঁচ শ্রমিক কাজ করছিলো। এসময় পার্শ¦বর্তী একটি বাড়ির দেয়াল ধসে চাপা পড়ে পাঁচজনই। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে পাঠায়।

হাসপাতালে নেওয়া হলে এক শ্রমিকের মৃত্যুর ঘোষণা করে চিকিৎসক। এছাড়া মেডিনোভা হাসপাতালে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজনের মরদেহ জেনারেল হাসপাতাল মর্গে ও অন্যজনের মরদেহ স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন।

আরও পড়ুন

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এর উপ-পরিচালক মো. আব্দুর রহমান এই বিষয়টি নিশ্চিত করে জানান, মাটি থেকে ৫ ফুট নিচে খননের কাজে নিয়োজিত শ্রমিকরা কাজ করছিলো। এসময় রাস্তার পাশে বাড়ির ৬-৭ ফুট উঁচু একটি দেয়াল ধসে পড়ে। এতে ৫ শ্রমিক চাপা পড়েন।

পরে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এরপর দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক। আহত অপর একজনকে বগুড়া জিয়াউর রহমান হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে সংস্কার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেনা সেই সংস্কার চাইনা - জাহাঙ্গীর আলম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার 

বগুড়ার কাহালুতে ৫ ও ৭ বছরে দুই শিশু ধর্ষণের শিকার

সিরাজগঞ্জের রায়গঞ্জে যুব সমাজের ৫ টাকায় ইফতার সামগ্রী বিক্রি

ধর্ষণ মামলার বিচার দ্রুত নিষ্পত্তি করুন

দেশকে স্থিতিশীল করতে ইসলামি শাসন প্রয়োজন - অধ্যক্ষ শাহাবুদ্দিন