ভিডিও রবিবার, ১৬ মার্চ ২০২৫

মোশাররফ করিম-তানিয়া বৃষ্টি ‘টোনাটুনির সংসার’

মোশাররফ করিম-তানিয়া বৃষ্টি ‘টোনাটুনির সংসার’, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : আসন্ন ঈদুল ফিতরে ‘টোনাটুনির সংসার’ শিরোনামে নতুন একটি নাটকে জুটি বেঁধে আসছেন অভিনেতা মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় এটি পরিচালনা করেছেন শাকিল। এরই মধ্যে রাজধানীর অদূরে পুবাইলের চটের আঁগা শুটিং হাউসে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘দাম্পত্য জীবনে বেশকয়েক বছর পর এসে স্বামী খেয়াল করে দেখল যে, তার কোনো কিছুই স্ত্রীর ভালো লাগে না। কাপড়-খাবার-চলাফেরা অর্থাৎ স্বামীর সবকিছুতেই স্ত্রীর অসন্তুষ্টি। কীভাবে স্ত্রীর মনে আগের মতো ভালোবাসা ফেরানো যায় এবং সেই ভালোবাসা ফেরাতে গিয়ে এক নাটকীয় ঘটনা ঘটে। যথারীতি শাকিল ভাই ভীষণ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। শুরু থেকেই মনে হচ্ছিল যে বৃষ্টি খুব ভালো করবে, কারণ তার এক্সপ্রেশন, কথা বলার যে স্বতঃস্ফূর্ততা, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুই আসলে জানান দিচ্ছিল যে, সে ভালো করবে। এখন ভালো করছে এবং চরিত্র বুঝেই সে অভিনয়টা বেশ ভালোভাবে করতে পারে।’

আরও পড়ুন

এদিকে নাটকটিতে অভিনয় নিয়ে বৃষ্টি বলেন, ‘মোশাররফ ভাই আমার ভীষণ প্রিয় একজন অভিনেতা ও সহশিল্পী। তিনি এত এত বিষয়ে জ্ঞান রাখেন যে, শুটিং ছাড়া তার সঙ্গে আড্ডা দিতে পারলে আরও অনেক কিছু শেখা যেত। টোনাটুনির সংসারের গল্পটাই চমৎকার। ভীষণ ভালো লেগেছে কাজটি করে। আশাবাদীও ভীষণ।’ এ দুই তারকা এর আগেও জুটি বেঁধে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জে সাংবাদিকের হাত-পা ভেঙে দিল সন্ত্রাসীরা

রমজানে লাইজলের বিশেষ উদ্যোগ: তৃতীয়বারের মতো শুরু হলো ‘পরিচ্ছন্নতাই পবিত্রতা’

গাইবান্ধার সাঘাটায় রেকড পরিমাণ ভুট্টা চাষ আর্থিক লাভবানের স্বপ্ন কৃষকের

৬০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির স্মার্টফোনের ভিভো ভি৫০ ফাইভজি

দিনাজপুরের বীরগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে পুলিশ