ভিডিও শনিবার, ১৫ মার্চ ২০২৫

আসছেন হামজা বরণে প্রস্তুত বাফুফে, থাকছে বিশেষ নিরাপত্তা

আসছেন হামজা বরণে প্রস্তুত বাফুফে, থাকছে বিশেষ নিরাপত্তা,

স্পোর্টস ডেস্ক : ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরীর। বর্তমানে শেফিল্ড ইউনাইটেডে খেলা এ ফুটবলারকে বরণের সব প্রস্তুতি চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 

সময় কম থাকায় হামজার জন্য কোনো সংবর্ধনার আয়োজন করছে না বাফুফে। তবে হামজার সিলেট নামা থেকে শুরু করে ঢাকায় আসা, তারপর ভারতে যাওয়া পর্যন্ত তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। হামজার চলাচলের জন্য বাফুফের একটি বিশেষ গাড়ি এবং সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন অফিসিয়ালকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে গতকাল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম, ‘তিনি (হামজা) ১৭ তারিখে সিলেট বিমানবন্দরে নামবেন। সেই সময় তাকে বরণ করে নেবেন বাফুফে’র তিন-চারজন নির্বাহী সদস্য। এরপর তিনি চলে যাবেন হবিগঞ্জ। সেখানে যাওয়ার ট্রান্সপোর্ট বাফুফে ব্যবস্থা করেছে। তার জন্য বিশেষ একটি গাড়ি ও নিরাপত্তার জন্য একজন অফিস বয় থাকবে সারাক্ষণ। প্রশাসনকেও জানানো হয়েছে।’

বাংলাদেশের ফুটবলে অতীতে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কাউকে দেখা যায়নি। আর বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনে এতবড় তারকাও নেই। বর্তমানে হামজাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সব জায়গায় উন্মাদনা বইছে। বাফুফে চাইছে সেই উন্মাদনা কাজে লাগাতে। প্রথমে হামজাকে লালগালিচা সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা ছিল। সময় স্বল্পতার কারণে তা সম্ভব নয় বলে জানান ফাহাদ, ‘সংবর্ধনা দেওয়ার সুযোগ নেই। সরাসরি এসে ক্যাম্পে যোগ দেবেন। যদি ১৭ তারিখ সরাসরি কিংবা ১৮ তারিখেও ঢাকায় আসতেন, তাহলে সংবর্ধনা বা অন্য কিছু দেওয়া যেত।’ 

আরও পড়ুন

তবে ২০ মার্চ ভারত যাওয়ার আগে হামজাকে মিডিয়ার সামনে আনার পরিকল্পনা ফেডারেশনের। হবিগঞ্জ থেকে ১৮ তারিখ রাতে কিংবা ১৯ তারিখ সকালে ঢাকায় ফেরার সম্ভাবনা হামজার। এরপর ঢাকার একটি পাঁচতারকা হোটেলে দলীয় ফটোশুট হবে। দলের সঙ্গে ক্যাম্পে যোগ দেওয়া হামজা ঢাকায় অনুশীলন করবেন কিনা, তা নির্ভর করছে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার ওপর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ২৪ জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি

জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

রংপুরের তারাগঞ্জে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক জেলহাজতে

নৈতিকতার চরম অবক্ষয় ধর্ষণ

দিনাজপুরে বউবাজারে ঈদের কেনাকাটায় নারী ক্রেতাদের উপচেপড়া ভিড়

সিরাজগঞ্জে ২৭ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার