ভিডিও শনিবার, ১৫ মার্চ ২০২৫

সিরাজগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : সিরাজগঞ্জে রাস্তার ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে দুই শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শ্রমিক আহত হন। আজ শনিবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে শহরের পৌরসভার সাহেদনগর এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ূন কবির বলেন, ‘সকালে শহরের সাহেদনগরে ড্রেন নির্মাণের জন্য খননকাজ করছিলেন পাঁচ শ্রমিক। এসময় পার্শ্ববর্তী একটি বাড়ির দেয়াল ধসে পড়ে। এতে পাঁচ শ্রমিক চাপা পড়েন। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।’

আরও পড়ুন

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুর রহমান বলেন, ‘দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আহতের অবস্থাও আশঙ্কাজনক। এর মধ্যে, একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট কাটাতে সহযোগিতা দিতে জাতিসংঘ অঙ্গীকারবদ্ধ: গুতেরেস

কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর

বাংলাদেশি ২৪ জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি

জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

রংপুরের তারাগঞ্জে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক জেলহাজতে

নৈতিকতার চরম অবক্ষয় ধর্ষণ