জবিতে হোলি উৎসব উদযাপন

জবি প্রতিনিধি: সারা দেশের ন্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) হিন্দুদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান হোলি উৎসব বা দোল পূর্ণিমা উদযাপিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীদের এই আয়োজন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা হোলি খেলায় মেতে উঠেন। শিক্ষার্থীদের গালে মুখে দেখা যায় রঙ। মেখেছেন সারা গায়েও। কেউ স্বেচ্ছায় রঙ মাখছেন আবার কাউকে জোর করে মাখিয়ে দিচ্ছেন। এতে চারদিকে রঙের ছড়াছড়িতে মেতে উঠেছেন তারা।
শিক্ষার্থীরা জানান, এই দিনে শ্রী কৃষ্ণ বেত্রাসুর নামে এক অত্যাচারি অসুরকে হত্যা করে তার রক্তে হোলি খেলেছিলেন। আবার ফাল্গুনী পূর্ণিমা তিথির এই দিনে শ্রী কৃষ্ণ আবির ও গুলাল নিয়ে তার সখী রাধা ও তেত্রিশ হাজার গোপীর সঙ্গে রঙ ছোড়াছুড়ির খেলায় মেতেছিলেন। এজন্য হিন্দু ধর্মাবলাম্বীরা বহু আগে থেকেই দোলযাত্রা বা হোলি উৎসব পালন করে আসছে।
আরও পড়ুনসনাতন ধর্মাবলম্বী ১৯ তম আবর্তনের এক শিক্ষার্থী শাওন সাহা তার অনুভূতি প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বছরই আমার প্রথম দোল উৎসব। আমার কাছে খুবই ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ের সিনিয়র দাদা দিদিদের সাথে দোল উৎসবে অংশগ্রহণ একটি অন্যরকম অনুভূতির। সকলেই অনেক আনন্দ করেছি।
মন্তব্য করুন