ভিডিও শনিবার, ১৫ মার্চ ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার ৩ জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার ৩ জন গ্রেফতার। প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক বাক প্রতিবন্ধী কিশোরীকে (১৩) অপহরণের পর ধর্ষণের অভিযোগে এক যুবক ও ২ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কাগমারি গ্রামে এ ধর্ষণের ঘটনাটি ঘটে।

গ্রেফতারকৃতরা হলো- ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে সাখাওয়াৎ হোসেন (২১) এবং ১৪ ও ১৩ বছর বয়সী দুই কিশোর। নির্যাতিত মেয়েটিও একই গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। ইউপি সদস্য গাজলুর রহমান বলেন, বাড়ির পাশের মসজিদে জামাতে নামাজ আদায়ের পর বাড়ি ফেরার পথে মেয়েটিকে পাশের একটি আমবাগানে নিয়ে যায় ওই তিন যুবক-কিশোর।

বাড়ি ফিরতে দেরী হওয়ায় ওই বাগানে মেয়েটির খোঁজ করতে যান তার পরিবারের সদস্যরা। তারা মেয়েটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন। পরদিন শুক্রবার ভোরে ওই যুবককে আটক করে গ্রামবাসি। সকাল ৯টার দিকে দুই কিশোরকেও শিবগঞ্জের কানসাট এলাকা থেকে আটক করে নিয়ে আসা হয়।

আরও পড়ুন

পরে দুপুরে পুলিশ এসে ওই তিন অভিযুক্তকে থানায় নিয়ে যায়। মেয়েটিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনায় মেয়েটির বাবা আজ শুক্রবার বিকালে থানায় মামলা করেছেন। মামলার তদন্ত শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবিতে লক্ষ্মীপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

বৃহত্তর বগুড়া সমিতি ঢাকা ইফতার মাহফিল অনুষ্ঠিত

রোজাদার পথিকদের মাঝে ইফতার বিতরণ করে নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণ পরিষদ

বগুড়ায় সক্রিয় জাল টাকার কারবারি চক্র, ধরা পড়ছে শুধু বাহক

দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি সক্রিয় ভূমিকা পালন করে আসছে- ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

অন্তর্বর্তী সরকার দল মতের ঊর্দ্ধে সকল সাংবাদিকের কল্যাণে কাজ করছে : বগুড়ায় চেক বিতরণ অনুষ্ঠানে এম আবদুল্লাহ