ভিডিও শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

দিনাজপুরের বোচাগঞ্জে লিচুবাগানে কুমড়া চাষ করে সফল স্কুলশিক্ষক জনি

দিনাজপুরের বোচাগঞ্জে লিচুবাগানে কুমড়া চাষ করে সফল স্কুলশিক্ষক জনি

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলায় আম ও লিচু বাগানের সংখ্যা অনেক। প্রতিটি বাগানের নিচের অংশে হাজার হাজার একর জমি ফাঁকা পড়ে থাকে। সেই পতিত (বাগানের নিচে) জমিতে সাথি ফসল হিসেবে মিষ্টি কুমড়া চাষ শুরু করেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নেহালগাঁও উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষক হুমায়ুন কবির জনি।

প্রথমবার মিষ্টি কুমড়া চাষ করে পেয়েছেন সফলতা। মিষ্টি কুমড়া চাষ করে যথেষ্ট সাড়া ফেলেছেন তিনি। তার সফলতা দেখে আম-লিচু বাগানে কুমড়া চাষে আগ্রহী হচ্ছেন অনেক কৃষক। আম-লিচু বাগানে কুমড়া চাষে কৃষকদের উৎসাহিত করতে কাজ করছে কৃষি বিভাগ। জানা গেছে, হুমায়ুন কবির জনি দিনাজপুর থেকে ১ হাজার দুইশত বীজ কিনে এনে বাসায় চারা তৈরি করেন এবং ১ একর জমির লিচু বাগানে সেই চারা রোপণ করেন।

গত জানুয়ারি মাসে বিভিন্ন জাতের মিষ্টি কুমড়ার চারা রোপণ করে প্রতিটি কুমড়া গাছে ১০ টির বেশি কুমড়ার অঙ্কুর হলেও তিনি ৫ থেকে ৬ টি কুমড়া সংগ্রহ করছেন। লিচু বাগানে হুমায়ুন কবির জনির মিষ্টি কুমড়া আবাদ দেখতে আসা কৃষক আ: রহিম বলেন, ‘আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরে আজ লিচুর বাগানে মিষ্টি কুমড়া চাষ পদ্ধতি দেখতে এসেছি। দেখে খুব ভালো লাগল।

আমিও আগামী বছর আমার আম বাগনে মিষ্টি কুমড়া চাষ করব।’ কৃষি উদ্যোক্তা হুমায়ুন কবির জনি বলেন, ‘আমি লিচু বাগানে তিন জাতের মিষ্টি কুমড়া চাষ করেছি। এই কুমড়া আবাদ করতে আমার প্রায় ১ লক্ষ টাকা খরচ হয়েছে। যে ফলন এসেছে তাতে এই মিষ্টি কুমড়া বিক্রি করে আমার প্রায় ৫ লক্ষ টাকার মতো আয় হবে।’ লিচু বাগানে মিষ্টি কুমড়া চাষের এই পদ্ধতি কোথায় থেকে পেয়েছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এই পদ্ধতি নিজে চিন্তা করে প্রয়োগ করেছি।

আরও পড়ুন

কারণ লিচু বাগানের নিচের পতিত জমিটি সাধারণত ফাঁকা পড়ে থাকে। তাই আমি প্রথমবার সেই পতিত জমিতে কুমড়া চাষ করেছি এবং সফলতা পেয়েছি। বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন, ‘বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নে হুমায়ুন কবির জনি নামের এক কৃষক ১ একর জমিতে প্রথমবারের মতো লিচু বাগানে কুমড়া আবাদ করেছেন।

কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে আমরা তাকে কারিগরি পরামর্শ প্রদানসহ বিভিন্ন সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। আশা করছি ফলন ভালো হওয়ায় এই কৃষক লাভবান হবেন। আমি হুমায়ুন কবির জনির এই উদ্যোগকে সাধুবাদ জানাই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচল হয়ে উঠেছে বগুড়ায় সেমাই পল্লীর চাকা

কুমিল্লার কাবিলা বাজার এলাকা থেকে ভারতীয় আতশবাজি জব্দ

বাংলাদেশ সফরে আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সম্মতি

চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার ৩ জন গ্রেফতার

নাটোরের সিংড়ায় প্রাইভেটকারে তল্লাশি, গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কাছে পাওয়া গেল ৩৭ লাখ টাকা

নওগাঁর আত্রাইয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ী পরিদর্শন করলেন সিনিয়র সচিব