ভিডিও শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

দিনাজপুরের পার্বতীপুরে তিন মাস টিসিবি’র পণ্য না পেয়ে হতাশ ৪০ হাজার পরিবার

দিনাজপুরের পার্বতীপুরে তিন মাস টিসিবি’র পণ্য না পেয়ে হতাশ ৪০ হাজার পরিবার

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে স্মার্ট কার্ড জটিলতায় ৩ মাস ধরে টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পণ্য পায়নি পার্বতীপুরের প্রায় ৪০ হাজার পরিবার। পবিত্র রমজানের আগে টিসিবি পণ্য না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন তারা। স্মার্ট কার্ডের অভাবে তা বিতরণ সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।

জানা যায়, পার্বতীপুরের ১০ টি ইউনিয়ন ও পৌরসভার টিসিবি পণ্য পাওয়ার উপযোগী কার্ডধারীর সংখ্যা ৩৯ হাজার ৪২৮ জন সুবিধাভোগী পরিবার। পূর্বে হাতে লেখা কার্ডের মাধ্যমে তাদের টিসিবি পণ্য দেয়া হতো। সরকারি নির্দেশনা অনুযায়ী সুবিধাভোগীদের স্মার্ট কার্ডের জন্য আবেদন পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ১ হাজার ২শ’ কার্ড চূড়ান্ত হয়েছে। কিন্তু কোন কার্ড এখন পর্যন্ত ঢাকা থেকে আসেনি। কার্ডের কারনে ৩ মাস টিসিবি পণ্য বিতরণ করাও সম্ভব হয়নি।

পৌরসভার শ্রমিক মোস্তাফিজার রহমান, মন্মথপুর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের দিনমজুর আজিজার রহমান বলেন, সরকারি টিসিবি পণ্য দিয়ে সংসারটা ভালোই চলছিলো তার। কিন্তু ৩ মাস টিসিবি পণ্য না পাওয়ায় সংসার খরচ অনেকটা বেড়ে গেছে। রমজান মাসের আগে টিসিবি পণ্য পাবো আশা করেছিলাম। কিন্তু স্মার্ট কার্ডের অভাবে এখনো তা পেলাম না। এতে রমজানে সংসারের খরচ চালাতে কষ্ট হবে আমাদের।

আরও পড়ুন

পার্বতীপুরের টিসিবি ডিলার সাদ্দাম হোসেন ও মাহাবুর রহমান জানান, টিসিবি পণ্য বিতরণের জন্য তারা ১০ জন ডিলার রয়েছেন। স্মার্ট কার্ড না আসায় জানুয়ারী, ফেব্রুয়ারি ও মার্চ মাসের টিসিবি পণ্য দেয়া হয়নি। পার্শ্ববর্তী চিরিররন্দর উপজেলা ও নীলফামারী জেলাতে টিসিবি পণ্য বিতরণ করা হচ্ছে বলে জানান তিনি। প্রশাসন চাইলে স্মার্ট কার্ড ছাড়াও পূর্বের ন্যায় হার্ড কপি দেখে টিসিবি বিতরণ করা সম্ভব।

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন জানান, আমি নতুন দায়িত্ব নিয়েছি। বিষয়টি আমি অবগত ছিলাম না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আছিয়ার ঘটনায় দেশবাসী কষ্ট পেয়েছে : জামায়াত আমির

রিচার্ড গ্রিফিথের বাংলাদেশ সফর নিয়ে আনসারীর টুইট

মৌলভীবাজারে শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

বগুড়ার কাহালুতে ৬ মাসের সাজা ও অর্থদন্ড প্রাপ্ত আসামি গ্রেফতার

সচল হয়ে উঠেছে বগুড়ায় সেমাই পল্লীর চাকা

কুমিল্লার কাবিলা বাজার এলাকা থেকে ভারতীয় আতশবাজি জব্দ