ভিডিও শনিবার, ১৫ মার্চ ২০২৫

রংপুরের গঙ্গাচড়ায় অবৈধ দুটি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রংপুরের গঙ্গাচড়ায় অবৈধ দুটি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় অবৈধ দুইটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব ইটভাটা গুঁড়িয়ে দেয়ার আদেশ দেন নির্বাহী ম্যজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি। ভাটাগুলো হলো উপজেলার বড়বিল ইউনিয়নের হল এ.বি.সি ব্রিকস, এম.ভি.বি ব্রিকস। অভিযানকালে এস্কেভেটর দিয়ে ভাটার চিমনি ভেঙে ফায়ার সার্ভিসের সাহায্যে পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মী বলেন, পরিবেশগত লাইসেন্স না থাকা এবং প্রয়োজনীয় শর্ত না মেনে অবৈধভাবে এসব ভাটা ইট উৎপাদন করছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি মাটির ওপরের অংশ তুলে নেওয়ায় জমির উর্বরতা নষ্ট হয়ে কৃষিতে নেতিবাচক প্রভাব পড়ছে। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভাটাগুলোর কার্যক্রম বন্ধ করা হলো।

আরও পড়ুন

এসময় রংপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (অফিস প্রধান) কমল কুমার বর্মন উপস্থিত ছিলেন। গঙ্গাচড়া মডেল থানার পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান পরিচালনার কাজে সহায়তা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবিতে হোলি উৎসব উদযাপন

জবিতে লক্ষ্মীপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

বৃহত্তর বগুড়া সমিতি ঢাকা ইফতার মাহফিল অনুষ্ঠিত

রোজাদার পথিকদের মাঝে ইফতার বিতরণ করে নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণ পরিষদ

বগুড়ায় সক্রিয় জাল টাকার কারবারি চক্র, ধরা পড়ছে শুধু বাহক

দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি সক্রিয় ভূমিকা পালন করে আসছে- ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন