ভিডিও শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

ঈদকে সামনে রেখে রোমানিয়ার টুপি তৈরিতে ব্যস্ত নারীরা

ঈদকে সামনে রেখে রোমানিয়ার টুপি তৈরিতে ব্যস্ত নারীরা

নিজের আলোয় ডেস্ক ঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন টুপি শিল্পের সঙ্গে যুক্ত নারীরা। সুই-সুতোর নিপুণ ছোঁয়ায় তৈরি নকশাদার টুপি দেশের গণ্ডি পেরিয়ে এখন জায়গা করে নিচ্ছে আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে ইউরোপের দেশ রোমানিয়ায়।

এই শিল্পের মাধ্যমে ফুলবাড়ীর অনেক নারী স্বাবলম্বী হচ্ছেন। ঘরে বসেই তারা হাতে টুপি তৈরি করে অর্থ উপার্জন করছেন, যা তাদের পরিবারে এনেছে স্বচ্ছলতা। ফলে শুধু অর্থনৈতিক উন্নতিই নয়, নারীদের আত্মবিশ্বাসও বৃদ্ধি পাচ্ছে। ফুলবাড়ী উপজেলার বালাটারী গ্রামের মায়া বেগমের বাড়িতে নারীরা সুই-সুতো হাতে নিয়ে টুপি তৈরিতে ব্যস্ত। এখানকার নারীরা প্রশিক্ষণ নিয়ে এই কাজে দক্ষতা অর্জন করেছেন এবং নিয়মিত কাজ করছেন। বর্তমানে এই গ্রামে প্রায় ৪০ জন নারী বিভিন্ন নকশার টুপি তৈরি করছেন, যা দেশীয় বাজার ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে।

টুপি তৈরির মূল্য নির্ভর করে এর সূচিকর্ম ও নকশার ওপর। দীর্ঘদিন ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত মায়া বেগম জানান, প্রতিটি টুপি তৈরি করলে ৮০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত মজুরি পাওয়া যায়।

দুই বছর ধরে এই কাজে যুক্ত খাদিজা বেগম বলেন, “আগে সংসারের খরচ চালানো খুব কষ্টকর ছিল। কিন্তু টুপি তৈরির কাজ শেখার পর এখন নিজের আয় করতে পারছি। মাসে দুই থেকে তিনটি টুপি তৈরি করে ২,০০০ থেকে ৩,০০০ টাকা আয় হয়, যা সংসার চালাতে অনেক সহায়তা করছে।”

আরেক নারী উদ্যোক্তা আদরী বেগম জানান, অভাবের কারণে অনেক দুশ্চিন্তায় থাকতে হতো। কিন্তু এখন ঘরে বসেই কাজ করতে পারছি, সংসারে স্বচ্ছলতা এসেছে। সবচেয়ে বড় কথা, এই কাজের মাধ্যমে আমি স্বাবলম্বী হতে পেরেছি, যা আমার আত্মবিশ্বাসও বাড়িয়েছে।

আরও পড়ুন

নারীদের এই কর্মসংস্থানের সুযোগ তৈরিতে তালুক শিমুলবাড়ী ফকিরপাড়া গ্রামের বাবলু খন্দকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তার সহায়তায় অনেক নারী এখন নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন।

ফুলবাড়ীর এই নারীদের সাফল্যের গল্প শুধু তাদের জীবন বদলাচ্ছে না, বরং পুরো সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে। তাদের হাতে তৈরি নকশাদার টুপি আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নিয়েছে, যা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করছে। এই উদ্যোগ নারীদের শুধু স্বাবলম্বীই করছে না, বরং তাদের আত্মবিশ্বাসী করে তুলছে। তাদের এই সফলতা অন্য নারীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের সমুদ্র আছে : প্রধান উপদেষ্টা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

বগুড়ার ধুনটে ইউপি সদস্যসহ ৯ জনের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

বড় ধরণের বোমা হামলা নৎসাত করল পাকিস্তান সেনাবাহিনী   

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে জাতিসংঘ মহাসচিব

দিনাজপুরের বোচাগঞ্জে লিচুবাগানে কুমড়া চাষ করে সফল স্কুলশিক্ষক জনি