ভিডিও শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

সাতমাথায় অনেকটা কম

বগুড়ায় যানজট বাড়াচ্ছে অবৈধ যানবাহন

সাতমাথায় অনেকটা কম বগুড়ায় যানজট বাড়াচ্ছে অবৈধ যানবাহন, ছবি: দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : যানজট নিয়ন্ত্রণে শহরের অভ্যন্তরে মোটা চাকার রিকশা চলাচলে নিষেধাজ্ঞাসহ ট্রাফিক বিভাগের ব্যবস্থাপনার কারণে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা ও তার আশপাশ এলাকায় যানজট কমে গেলেও অনান্য এলাকায় পরিস্থিতি আগের মতই রয়ে গেছে। যানজটের ঢেউ আঁছড়ে পড়েছে লিংরোডগুলোতেও। এসব এলাকায় যানজটে পড়ে মানুষকে নাকাল হতে হচ্ছে প্রতিনিয়ত। যানজট বাড়াচ্ছে অবৈধ যানবাহন। এসব যানবাহনের বিরুদ্ধে নেই তেমন জোড়ালো অভিযান। যে কারণে যানজট লেগেই আছে ।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সাতমাথা ও কবি নজরুল ইসলাম সড়ক, নবাববাড়ি সড়কে যানজট কম পরিলক্ষিত হলেও শহরের গোহাইল সড়ক, স্টেশন সড়কের সেউজগাড়ী আমতলা মোড়, কামারগাড়ী রেলঘুমটি মোড়, ফতেহ আলী মোড়সহ শহরের বিভিন্ন লিংরোডে যানজট ছিল। এছাড়া বিকেল ৪টা থেকে যানজটের তীব্রতা আরও বেড়ে যায়। শহরের কবি নজরুল ইসলাম সড়ক, থানা মোড়, ঝাউতলা, দুই নম্বর রেলঘুমটি, তিন নম্বর রেলঘুমটি, চাঁদনী বাজার, চকযাদু রোড, বাদুড়তলা ক্রস লেন, ফতেহ আলী মোড়, গালাপট্টিসহ বিভিন্ন স্থানে যানজট লেগেই থাকে, যা ইফতারির আগ পর্যন্ত ছিল। তাছাড়া, সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং, অবৈধভাবে যেখানে সেখানে স্ট্যান্ড গড়ে তুলে ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানামা করাণে ও সড়কের একাংশ দখল করে হকারদের পসরা সাজানোর জন্যও যানজট বাড়ছে।

ভুক্তভোগীরা জানান, মুলত অবৈধ যানবাহনের কারণেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না শহরজুড়ে যানজট। এ শহরের যানবাহনের ধারণ ক্ষমতার চেয়ে চারগুণ বেশি যানবাহন চলে। শহরে যান চলাচল করে ৮০-৯০ হাজারের মতো, যা নিশ্চিত করেছে ট্রাফিক বিভাগ সূত্র। এর মধ্যে ৫০ হাজারের মতো ব্যাটারিচালিত চিকন চাকার অটোরিকশা ও মোটা চাকার অটোরিকশা চলে। এছাড়া আরও ২০ হাজার সিএনজিচালিত অটোরিকশা, আরও ২০ হাজারের মতো ইজিবাইক এবং অন্যান্য যানবাহনও রয়েছে। কিন্তু বেশিরভাগ যানবাহনেরই বৈধ কাগজপত্র বা লাইসেন্স নেই। সেইসথে এসব যানবাহনের বিরুদ্ধে নেই জোড়ালো অভিযানও।

তবে এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ও ট্রাফিক) সুমর রঞ্জন সরকার বলেন, অবৈধ যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান চলমান আছে। তিনি জানান, গত ফেব্রুয়ারি মাসে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ৫০০টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় জরিমানা করা হয়েছে ২৫ লাখ টাকা, যা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। পুলিশ লাইন্স থেকে ২০ জনসহ মোট ১২০ জন ট্রাফিক পুলিশ কাজ করছেন। এছাড়া আরও ১০ জন শিক্ষার্থী যানজট নিরসনে সহযোগিতা করছেন। তিনি আরও বলেন, শহরের অভ্যন্তরে যানজট নিয়ন্ত্রণে এর আগে মোটা চাকার রিকশা চলাচল নিষেধাজ্ঞা দেওয়াসহ বিভিন্ন স্থানে রাস্তার মোড়ে চেক পোস্ট স্থাপন করে ব্যবস্থা নেয়া হচ্ছে। বাদুড়তলা ভাংড়িপট্টি ভিতর দিয়ে যাওয়া অব্যবহৃত রাস্তাসহ বিকল্প  রাস্তা দিয়ে একমুখী যান চলাচলে ব্যবস্থা নেয়া হয়েছে। এতে শহরের সাতমাথামুখী যানবাহনের চাপ কমে এসেছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন

তিনি আরও বলেন, শহরের ভিতর দিয়ে যাওয়া রেলপথও যানজট বাড়াচ্ছে। প্রতিদিন শহরের ভিতর দিয়ে ১৮টি ট্রেন চলাচল করে। ট্রেন চলাচলের সময় ১,২ ও ৩নং রেলঘুমটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকে। প্রতিটি ট্রেন চলাচলের কারণে ১০ মিনিট করে গেইট বেরিয়ার বন্ধ থাকে। এতে ১৮টি চলাচলে মোট ১৮০ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে শহরের কবি নজরুল ইসলাম সড়কসহ বিভিন্ন সড়কে যানজট লেগে যায়।

এ ব্যাপারে বগুড়া সদর ট্রাফিক ফাঁড়ির ইনচার্জ ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) প্রশাসন মো. সালেকুজ্জামান খান বলেন, শহরের আয়তনের চেয়ে ১৫ শতাংশ রাস্তার প্রয়োজন হয়। কিন্তু সে অবস্থা বগুড়া শহরের নেই। শহরের ধারণ ক্ষমতা ২০ হাজার যানবাহন। কিন্তু তার চেয়ে চারগুণ বেশি যানবাহন চলাচল করে এই শহরে। এজন্য শহরের কোথাও কোথাও যানজট সৃষ্টি হচ্ছে। তবে কার্যকর ব্যবস্থা নেয়ার কারণে শহরের সাতমাথাসহ বেশিরভাগ এলাকায় যানজট নিয়ন্ত্রণ করা হয়েছে বলে তিনি দাবি করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীর সৈয়দপুরে অগ্নিকান্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে গেছে

চকরিয়ায় পুলিশের গাড়ি খাদে পড়ে নিহত ১ , আহত ৪

আমরা যথেষ্ট ভাগ্যবান, কারণ আমাদের সমুদ্র আছে : প্রধান উপদেষ্টা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

বগুড়ার ধুনটে ইউপি সদস্যসহ ৯ জনের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

বড় ধরণের বোমা হামলা নৎসাত করল পাকিস্তান সেনাবাহিনী