ভিডিও শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

রিয়াদের বিদায়ে যা বললেন মাশরাফি-সাকিব-তামিম-মুশফিক

রিয়াদের বিদায়ে যা বললেন মাশরাফি-সাকিব-তামিম-মুশফিক,ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই বিদায় নিয়েছেন। গতকাল ওয়ানডে ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩৯ বছর বয়সী রিয়াদ ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তির ঘোষণা দেন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে। তার বিদায়ে শুভকামনা জানিয়েছেন পঞ্চপান্ডবের বাকি চার-মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।  

এক সময়ের সতীর্থ মাশরাফি বিন মোর্তজা লিখেছেন, ‘দারুণ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন, রিয়াদ। তোর নামের পাশে যে সংখ্যাগুলো আছে, সেসবের সীমানা ছাড়িয়ে তুই আমাদের কাছে আরো অনেক ওপরে। আমরা জানি, দলের তোকে কতটা প্রয়োজন ছিল এবং দলের সেই চাওয়ার সঙ্গে তুই কতটা মিশে গিয়েছিলি। মাঠের ভেতরে-বাইরে তোর সঙ্গে কত স্মৃতি! কত কত আনন্দ আর হতাশায় একাকার হয়েছে আমাদের সময়! অ্যাডিলেইড আর কার্ডিফে তোর সেঞ্চুরির কথা আজ আবার মনে পড়ছে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান, তোর এই অর্জন কেড়ে নিতে পারবে না কেউ। তবে আশা করি, তোকে আদর্শ মেনে বৈশ্বিক আসরে তোর চার সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে যাবে দেশের অনেকে। বড় মঞ্চে তুই যেভাবে নিজের সেরাটা মেলে ধরেছিস, সেই পথ অনুসরণ করবে প্রজন্মের পর প্রজন্ম। ঘরোয়া ক্রিকেটে তোর বাকি দিনগুলো উপভোগ্য হবে আর অবসর জীবন কাটবে আনন্দে, এই কামনা থাকল।’

স্ট্যাটাসে সাকিব লিখেছেন, ‘রিয়াদ ভাই, আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের। আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডই কথা বলে। খেলার প্রতি আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং নতুন যাত্রায় আপনাকে পথ দেখান।’

আরও পড়ুন

মুশফিকুর রহিম লিখেছেন, ‘আপনার সাথে মাঠ ভাগ করে নেওয়া সত্যিই অনেক সম্মানের। আপনার দিকনির্দেশনার জন্য এবং অমূল্য স্মৃতি তৈরি করেছি তার জন্য ধন্যবাদ। আপনার অর্জনে আমি অত্যন্ত গর্বিত। মাশাল্লাহ! আপনার অবসর উপভোগ করুন, রিয়াদ ভাই।’
তামিম ইকবাল লিখেছেন, ‘অভিনন্দন! রিয়াদ ভাই। অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার জন্য। আপনি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্তম্ভ ছিলেন এবং মাঠে ও মাঠের বাইরে আমাদের অনেকের জন্য প্রেরণা। আমরা যেসব মুহূর্ত ড্রেসিং রুমে কাটিয়েছি, সেগুলোর স্মৃতি চিরকাল মনে রাখব। দেশের ক্রিকেটে আপনার অবদানের জন্য ধন্যবাদ। আগামীর দিনগুলোর জন্য রইলো শুভকামনা।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুটির দাফন সম্পন্ন, ধর্ষণে অভিযুক্তের বাড়িতে জনতার আগুন

শুক্রবার একই ফ্লাইটে কক্সবাজার যাচ্ছেন ড. ইউনূস ও গুতেরেস

ধর্ষণ-নিপীড়নের বিচার দাবিতে ঢাবিতে মশাল মিছিল

বিশ্ব বাজারে সোনার দাম বেড়ে ফের রেকর্ড সর্বোচ্চ

ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক আর নেই

বগুড়ার কাহালুতে একই রাতে আটটি দোকানের ১২ লাখ টাকার মালামাল লুট