তিন দশকে প্রথমবার কাজল
_original_1741793557.jpg)
বিনোদন ডেস্ক ঃ তিন দশকের অভিনয় জীবনে রোমান্টিক, সামাজিক, থ্রিলার, কমেডি- একাধিক ঘরানার ছবিতে নিজেকে প্রমাণ করেছেন কাজল। এবার তার অভিনীত ভৌতিক ঘরানার সিনেমার অপেক্ষায় দর্শকরা। প্রথমবার হরর ছবিতে অভিনয় করছেন। গেল বছর কলকাতা এবং শান্তিনিকেতনে রহস্য-রোমাঞ্চে মোড়া ভৌতিক সেই সিনেমার শুটিং করেন কাজল।
সম্প্রতি সেই পৌরাণিক কাহিনীভিত্তিক সিনেমার মোশন পোস্টার প্রকাশ্যে আসে। সিনেমার নাম ‘মা’। এটি পরিচালনা করেছেন বিশাল ফুরিয়া এবং প্রযোজনা করেছেন তার স্বামী অভিনেতা অজয় দেবগন। এই সিনেমায় কাজলকে দেখা যাবে মায়ের ভূমিকায়। যেখানে সর্বশক্তি দিয়ে নিজের মেয়েকে এক অতিপ্রাকৃতিক শক্তি থেকে বাঁচানোর জন্য লড়াই করবেন অভিনেত্রী। পোস্টারে তেমন ভূমিকাতেই দেখা গেছে কাজলকে। সেই ঝলকেই বলা হয়েছে, যেখানে নরক থাকবে, সেখানে দেবীর অস্তিত্বও রয়েছে। যুদ্ধ শুরু।
আরও পড়ুন‘মা’ ছবিতে অশুভ শক্তির সঙ্গে লড়তে দেখা যাবে কাজলকে। মেয়ের প্রাণ বাঁচাতে এক মায়ের লড়াই কতোটা কঠিন হতে পারে? সেই গল্পই বলবে এই ভৌতিক সিনেমা। কাজল ছাড়াও এতে অভিনয় করেছেন রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত এবং খেরিন শর্মা।
মন্তব্য করুন