ভিডিও বুধবার, ১২ মার্চ ২০২৫

ট্রাম্পের নজরে থাকা গ্রিনল্যান্ডে ডানপন্থি বিরোধী জোটের বিজয়

ট্রাম্পের নজরে থাকা গ্রিনল্যান্ডে ডানপন্থি বিরোধী জোটের বিজয়, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের সাধারণ নির্বাচনে মধ্য-ডানপন্থী বিরোধীরা আশ্চর্যজনক জয় পেতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকাঙ্ক্ষিত অঞ্চলটিতে স্বাধীনতার পক্ষে থাকা জাতীয়তাবাদী নালেরাক পার্টির সমর্থন বেশ বেড়েছে। বুধবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।

মঙ্গলবারের ভোটের ৯০ শতাংশ গণনা সম্পন্ন হওয়ার পর নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, স্বায়ত্তশাসনের পথে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার পক্ষে থাকা ডেমোক্রাটিট পার্টি প্রায় ৩০ শতাংশ ভোট পেয়েছে। অপরদিকে, আরেক বিরোধী দল নালেরাক, যারা কোপেনহেগেন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চায়, তারা ২৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রধানমন্ত্রী মুটে বি এগেদের দল ইনুইত আতাকাটিগিত (আইএ), যারা স্বাধীনতার পক্ষে, তারা ২১  শতাংশ ভোট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

গ্রিনল্যান্ড, যা বিশ্বের বৃহত্তম দ্বীপ এবং আর্কটিক ও আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত, প্রায় ৩০০ বছর ধরে ডেনমার্কের নিয়ন্ত্রণে রয়েছে। গ্রিনল্যান্ড তাদের অভ্যন্তরীণ প্রশাসন পরিচালনা করলেও, পররাষ্ট্র ও প্রতিরক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত কোপেনহেগেন থেকেই নেওয়া হয়। ৫৭ হাজার জনসংখ্যার মধ্যে প্রায় ৪৪ হাজার ভোটার তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট দিয়েছেন। নির্বাচনে মোট ছয়টি দল অংশগ্রহণ করেছে। প্রধানমন্ত্রী এগেদের জোটসঙ্গী বামপন্থী সিয়ুমুট পার্টি প্রায় ১৫ শতাংশ ভোট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। অন্য দুই দল আতাসসুত ও কুলেক যথাক্রমে ৭ শতাংশ ও ১ শতাংশ ভোট পেয়েছে।

আরও পড়ুন

গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান ও অপার খনিজ সম্পদ ডোনাল্ড ট্রাম্পের নজর কেড়েছে। ২০১৯ সালে প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে তিনি গ্রিনল্যান্ড কেনার কথা বলেছিলেন। চলতি বছরের জানুয়ারিতে পুনরায় ক্ষমতায় এসে ট্রাম্প আবারও তার এই পরিকল্পনার কথা প্রকাশ করেছেন। মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে তিনি বলেন, জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন। যেভাবেই হোক, আমরা এটি অর্জন করবো।

কিন্তু গ্রিনল্যান্ড ও ডেনমার্কের নেতারা তার এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। প্রধানমন্ত্রী এগেদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং এটি সম্মানের সঙ্গে বিবেচিত হওয়া উচিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত চাইলেই নো বল আর ওয়াইড থাকবে না : অ্যান্ডি রবার্টস

পঞ্চগড়ের দেবীগঞ্জে ফার্মেসির ভেতর থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমিল্লা সীমান্তে কোটি টাকার ভারতীয় বাজি জব্দ

বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় প্রাণ গেল দুই তরুণ বন্ধুর

ফ্যাসিস্ট আওয়ামীলীগ এই দেশে লুটেরাদের রাজত্ব কায়েম করেছিল - জিএম সিরাজ

চ্যাম্পিয়ন জ্যোতির শেলটেক রানার্সআপ মোহামেডান