ভিডিও বুধবার, ১২ মার্চ ২০২৫

বেনফিকাকে বিধ্বস্ত করে কোয়ার্টারে বার্সা

বেনফিকাকে বিধ্বস্ত করে কোয়ার্টারে বার্সা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বেনফিকাকে ৩-১ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়নস লিগের প্রথম দল হিসেবে কোয়ার্টারে বার্সেলোনা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দলটির প্রতিপক্ষ হবে বুধবার ডর্টমুন্ড-লিলের মধ্যকার জয়ী দল। 

খেলাটা হলো প্রথম ৪৫ মিনিটেই। একইসঙ্গে দেখা গেল দুই রেকর্ড। ৪ গোল। সঙ্গে একটা রামাদান ব্রেক। আর সেখানে বলতে গেলে বিধ্বস্ত হয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। ঘরের মাঠে বার্সেলোনা শুরুর অর্ধে পেয়েছে ৩ গোল। আর সেটাই প্রথম দল হিসেবে তাদের পৌছে দিল এবারের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে। বেনফিকার বিপক্ষে জোড়া গোল পেয়েছেন রাফিনিয়া। একটা গোল ইয়ামালের। বেনফিকার হয়ে একমাত্র গোল নিকোলাস ওতামেন্ডির। বার্সেলোনা জয় পেয়েছে ৩-১ গোলে। আর দুই লেগ মিলিয়ে জয় এসেছে ৪-১ অ্যাগ্রিগেটে। এবারের চ্যাম্পিয়নস লিগে বার্সাই শেষ আটে ওঠা প্রথম দল। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দলটির প্রতিপক্ষ হবে বুধবার ডর্টমুন্ড-লিলের মধ্যকার জয়ী দল।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে কোনো ছাড় দেয়ার অবকাশই রাখেনি। আর পুরোটা সময় বেনফিকার ওপর ছড়ি ঘুরিয়েছেন লামিনে ইয়ামাল। ১৭ বছর বয়েসী এই স্প্যানিশ তারকা ম্যাচের ১১ মিনিটেই দেখালেন তার ম্যাজিক। বেনফিকার কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ে বল অন্য প্রান্তে পাঠান ইয়ামাল। সেখানে একেবারেই ফাঁকায় দাঁড়িয়ে ছিলেন রাফিনিয়া। চলতি আসরে দারুণ ছন্দে থাকা এই ব্রাজিলিয়ান বলকে জালের ঠিকানায় পাঠাতে ভুল করেননি। খানিক পরেই অবশ্য সমতায় ফেরে বেনফিকা। ২০১৭ সালের পর চ্যাম্পিয়ন্স লিগে নিজের প্রথম গোল পেয়ে যান নিকোলাস ওতামেন্ডি। 

আরও পড়ুন

লিড নিতে ১৫ মিনিটও সময় লাগেনি বার্সেলোনার। আর সেটা ইয়ামালের ফুটবল প্রতিভাকে জানান দিলো আরও একবার। বল নিয়ন্ত্রণে নিতে নিতে একেবারেই টাচলাইনের কাছে চলে গিয়েছিলেন ইয়ামাল। সেখান থেকে জায়গা করে ঘুরে এসে ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো এক শট। দুর্দান্ত সেই গোলটা মৌসুমের সেরা এক গোলও হয়ে থাকতে পারে। এই গোলে রেকর্ডও গড়ে ফেলেন ইয়ামাল। ১৭ বছর ২৪১ দিন বয়সী এই স্প্যানিশ উইঙ্গার এখন চ্যাম্পিয়নস লিগের একই ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করা সবচেয়ে কমবয়সী ফুটবলার। ২০১৪ সালে এফসি বাসেলের হয়ে ব্রিল এমবোলোর ১৭ বছর ২৬৩ দিন বয়সে গোল ও অ্যাসিস্টের রেকর্ড করেছিলেন।

রাফিনিয়াও রেকর্ডের খাতায় নাম তুলেছেন এই রাতে। সেটা ম্যাচের ৪২তম মিনিটে। আলেহান্দ্রো বালদে দারুণ এক ড্রিবল শেষে বল বাড়ান রাফিনিয়ার দিকে। ব্রাজিলিয়ান এই উইঙ্গার পেয়ে যান নিজের দ্বিতীয় গোল। এবারের চ্যাম্পিয়নস লিগে এটি তার ১১তম গোল, আসরের সর্বোচ্চ। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে ব্রাজিলের আর কেউ কোনো ক্লাবের হয়ে কোনো বছরই ১০ গোলের বেশি করতে পারেননি। ১০টি করে গোল আছে নেইমার, রিভালদোসহ পাঁচজনের। আর  আসরে বার্সেলোনার হয়ে রাফিনিয়ার চেয়ে বেশি গোলে সম্পৃক্ত থাকতে পেরেছেন কেবল লিওনেল মেসি। ২০১৪-১৫ মৌসুমে তার ছিল ১৪ গোল ও ৫ অ্যাসিস্ট। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্থিক সংকটে পাকিস্তান ক্রিকেট বোর্ড; ক্রিকেটারদের ম্যাচ ফি কর্তন  

টাইটানিকের অন্তরঙ্গ দৃশ্য ভুলে যেতে চান কেট

তিন দশকে প্রথমবার কাজল

রোজা নিয়ে গল্পের নাটকে তানিন সুবহা

ডেভিস কাপ জুনিয়র টেনিসে কোয়ার্টারে বাংলাদেশ

দিনাজপুরে মাঠ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার