ভিডিও বুধবার, ১২ মার্চ ২০২৫

বগুড়ায় চাঁদা না পেয়ে ফার্মাসিস্ট কে মারধর করল সাবেক বিএনপি নেতা

সংগৃহিত,বগুড়ায় চাঁদা না পেয়ে ফার্মাসিস্ট কে মারধর করল সাবেক বিএনপি নেতা

স্টাফ রিপোর্টার :   চাঁদা না দেওয়ায় সাবেক ওয়ার্ড বিএনপি নেতা শরিফুল ইসলাম রতনের নেতৃত্বে একদল সন্ত্রাসী ফার্মাসিস্ট শামীম হোসেনকে পিটিয়েছে। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

১৬ ফেব্রুয়ারি রোববার রাত সাড়ে দশটার দিকে শহরের মালগ্রাম সিদ্দিকের মোর এলাকায় এ ঘটনা ঘটে। 

বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির  ইনচার্জ ইন্সপেক্টর মোঃ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় বিএনপির সাবেক নেতা ও চাঞ্চল্যকর নাহিদ হত্যা মামলার প্রধান আসামি রতনের নেতৃত্বে তিন চার জন সন্ত্রাসী মালগ্রাম সিদ্দিকের মোড়ে  ফার্মাসিস্ট শামীম হোসেন এর কাছে গিয়ে   পিকনিক খাওয়ার কথা বলে তার কাছে সাত হাজার টাকা চাঁদা চায়। চাঁদা দিতে তিনি অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। এতে তিনি চোখ মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

আরও পড়ুন

মারধর করে সন্ত্রাসীরা চলে গেলে  স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

বগুড়া সদর থানার ওসি এস এম  মইনুদ্দিন জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুর ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা

প্রথম একসঙ্গে ‘ইত্যাদি’র মঞ্চে হাবিব-প্রীতম

আইপিএলের প্রথম পর্বে নেই ১১ কোটি রুপির গতিতারকা

সিনেমায় নয়, এখন নাটকেই বেশি ব্যস্ত সারা জেরিন

বগুড়ার শেরপুরে চোরচক্রের ২ সদস্য গ্রেফতার : ২৯টি  ব্যাটারি ও ১০৫টি গ্যাস সিলিন্ডার উদ্ধার

কাবাডিতে ব্রোঞ্জ জয়ি মেয়েদের জন্য ক্রীড়া উপদেষ্টার অনুদান