আমি মুগ্ধ-স্নিগ্ধর মামা : সংগীতশিল্পী আসিফ
_original_1739702376.jpg)
বিনোদন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সংগীতশিল্পী আসিফ আকবর স্মরণ করলেন শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও তার যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে। ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনরত ছাত্রদের মাঝে পানি বিতরণ করতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি। তার সেই অমর উক্তি ‘পানি লাগবে পানি’ আজও দেশবাসীর হৃদয়ে গভীরভাবে গেঁথে রয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে মীর স্নিগ্ধের সঙ্গে তোলা দুটি ছবি প্রকাশ করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তিনি লেখেন-‘জুলাই বিপ্লবের মহানায়ক শহিদ মীর মুগ্ধ। তার টুইন ব্রাদার মীর স্নিগ্ধ। তাদের একমাত্র মামা মইনুল হোসেন চৌধুরী দীর্ঘদিন আমার সঙ্গে ছিল। সেই সূত্রে আমিও স্নিগ্ধর মামা। মইনুলের বিয়ের সময় মুগ্ধ-স্নিগ্ধ ছোট ছিল, দুই ভাই আমার কোলে বসে ছবিও তুলেছিল। খুঁজলে হয়তো সেই ছবিগুলো পাওয়া যাবে।’ আসিফ আকবর আরও জানান, মুগ্ধ ও স্নিগ্ধ দুজনেই স্কাউট সদস্য ছিলেন। আগামী ২০ ফেব্রুয়ারি সিরাজগঞ্জে অনুষ্ঠিতব্য রোভার স্কাউটের ৭ম জাতীয় কমডেকার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্নিগ্ধ ও তার স্কাউট বন্ধুদের অনুরোধে একটি গান গেয়েছেন আসিফ আকবর। সংগীত পরিচালক জাবেদ আহমেদ কিসলুর কম্পোজিশনে তৈরি করা গানটি স্কাউট থিম সং হিসেবে ব্যবহৃত হবে। তবে ইংল্যান্ড সফরের কারণে তিনি মূল অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না।
মীর স্নিগ্ধর কাছ থেকে জুলাই বিপ্লবের স্মৃতিসংবলিত স্কাউট ক্যালেন্ডার উপহার পেয়েছেন আসিফ আকবর। তিনি বলেন, ‘একজন এক্স-স্কাউট হিসেবে আমি গর্বিত এমন একটি কাজের অংশ হতে পেরে।’ শহীদ মুগ্ধর স্মরণে আবেগঘন কণ্ঠে আসিফ বলেন, তার অমর উক্তি ‘পানি লাগবে পানি’ বারবার আপ্লুত করে আমাকে। বুকের ভেতর মোচড়টা যেন থামছেই না। তরুণদের প্রতি আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, তারুণ্যের জয়গান গাইতে সবসময় ভালো লাগে, গেয়েই যাব। ভালোবাসা অবিরাম...।
মন্তব্য করুন