ভিডিও বুধবার, ১২ মার্চ ২০২৫

মৌসুমের অর্ধেক পেরিয়েও লিগে অপরাজিত পিএসজি

মৌসুমের অর্ধেক পেরিয়েও লিগে অপরাজিত পিএসজি, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : মৌসুমের অর্ধের বেশি সময় পার করে গেছে, তবে এখনও লিগে হারের মুখ দেখেনি ফরাসি ক্লাব পিএসজি। লিগে শীর্ষস্থানটাও ভালোভাবেই ধরে রেখেছে তারা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) লিগে তুলুজের মাঠে ১-০ গোলে জয় পায় লুইস এনরিকের দল।

তুলুজের ঘরের মাঠে প্রথমার্ধ থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পিএসজি। বলতে গেলে স্বাগতিকদের কোনো সুযোগই দেয়নি এনরিকের দল। তবুও প্রথম হাফে গোল করতে পারেনি পিএসজি। ম্যাচের একমাত্র গোলটি হয় দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৫২তম মিনিটে উইলিয়ান পাচোর হেড ক্রসবারে লেগে ফিরে এলে রিবাউন্ড থেকে বল জালে পাঠান ফাবিয়ান রুইজ। এরপরেও একাধিক গোলের সুযোগ পেয়েছিল তারা। তবে ব্যর্থ হয় রামোস-লি'রা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। চতুর্থ দল হিসেবে পিএসজি ফরাসি লিগে টানা ২২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে। তবে দলটির কোচ লুইস এনরিকে বলেন, রেকর্ড নয় বরং শিরোপা জয়ই তাদের মূল লক্ষ্য।

আরও পড়ুন

২২ ম্যাচে ১৭ জয় ও ৫ ড্রয়ে পিএসজির পয়েন্ট ৫৬। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই। আর ৪০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে মোনাকো। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুর ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা

প্রথম একসঙ্গে ‘ইত্যাদি’র মঞ্চে হাবিব-প্রীতম

আইপিএলের প্রথম পর্বে নেই ১১ কোটি রুপির গতিতারকা

সিনেমায় নয়, এখন নাটকেই বেশি ব্যস্ত সারা জেরিন

বগুড়ার শেরপুরে চোরচক্রের ২ সদস্য গ্রেফতার : ২৯টি  ব্যাটারি ও ১০৫টি গ্যাস সিলিন্ডার উদ্ধার

কাবাডিতে ব্রোঞ্জ জয়ি মেয়েদের জন্য ক্রীড়া উপদেষ্টার অনুদান