ভিডিও বুধবার, ১২ মার্চ ২০২৫

বেলিংহ্যামের লাল কার্ড, পয়েন্ট খোয়াল রিয়াল

বেলিংহ্যামের লাল কার্ড, পয়েন্ট খোয়াল রিয়াল,ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : লা লিগায় ওসাসুনার বিপক্ষে খেলতে ক্লাবটির ঘরের মাঠে গিয়ে ১-১ ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের বিতর্কের কেন্দ্রবিন্দু রিয়াল তারকা জুড বেলিংহ্যামের লাল কার্ড। ৩৯ মিনিটে রেফারিকে লক্ষ্য করে অপমানজনক কথা বলার অভিযোগে লাল কার্ড দেখেন অ্যাটাকিং মিডফিল্ডার। এরপর প্রায় ১ ঘণ্টা ১০ জনের দল নিয়ে খেলতে হয় রিয়ালকে।

রিয়াল যে গোলটি করেছে, সেটি ম্যাচের ১৫ মিনিটে অর্থাৎ বেলিংহ্যাম মাঠে থাকা অবস্থায়। গোলটি করেন কিলিয়ান এমবাপে। বেলিংহ্যাম মাঠ ছাড়ার পর রক্ষণাত্মক ভঙ্গিতে খেলায় কোনো গোল করতে পারেনি লস বাঙ্কসরা। রিয়াল ১০ জনের দলে পরিণত হওয়ার সুযোগ নিয়ে ৫৮ মিনিটে সমতায় ফেরে ওসাসুনা। পেনাল্টি থেকে গোল করে স্বাগতিকদের ১-১ সমতায় ফেরান আন্তে বুদিমি। এ নিয়ে লা লিগায় টানা তিনটি ম্যাচ জয়হীন থাকলো রিয়াল। ২ পয়েন্ট হারিয়ে বেশ বিপদেই পড়েছে টেবিলটপার রিয়াল। টেবিলের দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে তাদের ব্যবধান মাত্র ১ পয়েন্ট। ২৪ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫১। সমান অ্যাতলেটিকোর ৫০। তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪৮। 

লাল কার্ড নিয়ে ম্যাচ শেষে সাংবাদিকদের বেলিংহ্যাম জানান, তিনি রেফারিকে অপমান করেননি বরং নিজের হতাশা প্রকাশ করছিলেন। রিয়াল তারকা বলেন, ‘একজন রেফারি যদি নিশ্চিত না হন, তবে এটি বোঝা কঠিন যে আমি এমন কিছু বলেছি যা আমি বলিনি। এর ফলে দল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি স্পষ্ট মনে করতে পারি, এটি কেবল আমার নিজের প্রতি (হতাশার) অভিব্যক্তি ছিল, রেফারির উদ্দেশ্যে কিছু বলা হয়নি। কিন্তু এটা ভুল বোঝাবুঝি হয়েছে এবং তিনি মনে করেছেন আমি তাকে অপমান করেছি..। কিন্তু আমার কোনো ইচ্ছা ছিল না তাকে অপমান করার।’

আরও পড়ুন

রিয়ালের কোচ কার্লো আনচেলোত্তি বেলিংহ্যামের লাল কার্ডকে অন্যায় বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘আমি মনে করি, রেফারি ইংরেজি ভালো বুঝতে পারেননি... বেলিংহ্যাম কিছুই করেনি যার জন্য লাল কার্ড পাওয়ার কথা।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুর ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা

প্রথম একসঙ্গে ‘ইত্যাদি’র মঞ্চে হাবিব-প্রীতম

আইপিএলের প্রথম পর্বে নেই ১১ কোটি রুপির গতিতারকা

সিনেমায় নয়, এখন নাটকেই বেশি ব্যস্ত সারা জেরিন

বগুড়ার শেরপুরে চোরচক্রের ২ সদস্য গ্রেফতার : ২৯টি  ব্যাটারি ও ১০৫টি গ্যাস সিলিন্ডার উদ্ধার

কাবাডিতে ব্রোঞ্জ জয়ি মেয়েদের জন্য ক্রীড়া উপদেষ্টার অনুদান