ভিডিও শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

দুর্ঘটনায় আহত সংগীতশিল্পী বিশাল দাদলানি

সংগৃহিত,দুর্ঘটনায় আহত সংগীতশিল্পী, বাতিল কনসার্ট

বিনোদন ডেস্ক : দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভারতীং সংগীত পরিচালক এবং গায়ক বিশাল দাদলানি। যে কারণে তার কনসার্ট স্থগিত রাখা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে এ সংগীতশিল্পী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। 

এই খবর শুনে বিশাল দাদলানির ভক্তরাও চিন্তায় রয়েছেন। সকলেই তার সুস্থতা কামনা করেছেন। তবে, বিশাল দাদলানির দুর্ঘটনা কখন এবং কীভাবে ঘটেছে, তা জানা যায়নি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

বিশাল ইনস্টাগ্রাম স্টোরিতে তার দুর্ঘটনার কথা জানান। তিনি লিখেছেন, ‘আমার দুর্ভাগ্য, একটা ছোট্ট দুর্ঘটনা ঘটেছে। আমি শিগগিরই সুস্থ হয়ে উঠব এবং আবারও ফিরে আসব। সব আপডেট দিতে থাকব, পুনেতে শিগগিরই দেখা হবে।’

আরও পড়ুন

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে আয়োজকরা বিশাল-শেখরের কনসার্ট বাতিলের কথা জানিয়েছেন। টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বলেও জানান তারা। পোস্টটিতে লেখা ছিল, ‘একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। বিশাল এবং শেখরের কনসার্ট বাতিল করা হয়েছে। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বিশাল ও শেখরের বহু প্রতীক্ষিত শো ২ মার্চ ২০২৫ তারিখে হচ্ছে না।’

পোস্টটিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘বিশাল দাদলানির দুর্ঘটনার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এই অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। কনসার্টটির শিগগিরই দিনক্ষণ জানা যাবে এবং নতুন তারিখ ঘোষণা করা হবে। যারা টিকিট কিনেছেন, তাদের সকলকে আমাদের টিকিট পার্টনারদের মাধ্যমে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।’ 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরিত্র হয়ে পর্দায় ফিরতে চান ফারিয়া

বাংলাদেশি মেয়েদের চাকরির আশ্বাসে ভারতে এনে পতিতাবৃত্তি করানো হতো

রমজানে ঐতিহ্যবাহী ফিলিস্তিনি খাবার মুসাখখান

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব

১২ দিন পর্যন্ত গোসল ছাড়াই চলেছেন আমির খান

গাজায় ড্রোন হামলায় ২ শিশু নিহত, ধ্বংসস্তূপে মিলল আরও ৭ লাশ