ভিডিও শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

পাকিস্তানে শ্রমিকবাহী গাড়িতে হামলা, নিহত অন্তত ১০

সংগৃহিত,পাকিস্তানে শ্রমিকবাহী গাড়িতে হামলা, নিহত অন্তত ১০

আন্তর্জাতিক ডেস্ক :  পাকিস্তানের বেলুচিস্তানে কয়লাখনির শ্রমিকদের বহনকারী একটি পিকআপ ট্রাকে বিস্ফোরণের আঘাতে অন্তত ১০ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) প্রদেশটির হারনাই এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

হারনাইয়ের উপকমিশনার হাজরত ওয়ালি কাকার জানান, শহরাগ জেলার কয়লা খনির এলাকা পিএমডিসি ৯৪-তে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরিত হলে শ্রমিকরা হতাহত হন। তাদের শহরাগের বেসিক হেলথ ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

বিস্ফোরণের পর আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ এক বিবৃতিতে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, রাস্তার পাশে পুঁতে রাখা বিস্ফোরক দিয়ে হামলাটি চালানো হয়েছে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এ হামলার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, আহত শ্রমিকদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, নিরীহ নাগরিকদের টার্গেট করা সন্ত্রাসীরা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। বেলুচিস্তানের শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

আরও পড়ুন

বুগতি জানান, শান্তির শত্রুদের পরিকল্পনা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। বেলুচিস্তান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভিও এ হামলার নিন্দা জানিয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন, নিরীহ মানুষের ওপর হামলাকারী এসব নরপিশাচ কোনোভাবেই সহানুভূতির যোগ্য নয়।

সূত্র: ডন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরিত্র হয়ে পর্দায় ফিরতে চান ফারিয়া

বাংলাদেশি মেয়েদের চাকরির আশ্বাসে ভারতে এনে পতিতাবৃত্তি করানো হতো

রমজানে ঐতিহ্যবাহী ফিলিস্তিনি খাবার মুসাখখান

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব

১২ দিন পর্যন্ত গোসল ছাড়াই চলেছেন আমির খান

গাজায় ড্রোন হামলায় ২ শিশু নিহত, ধ্বংসস্তূপে মিলল আরও ৭ লাশ