দিনাজপুরের বোচাগঞ্জে ইটভাটায় যাচ্ছে কৃষি জমির মাটি, কমছে আবাদি ভূমির পরিমাণ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের জেলার বোচাগঞ্জ উপজেলায় দিন দিন আশঙ্কাজনক ভাবে বাড়ছে ইটভাটায় ফসলি জমির মাটি বিক্রি। ফলে কমছে আবাদি ভূমির পরিমাণ। কৃষি জমির উপরের অংশ বা টপসয়েল নিয়ে যাওয়ায় জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে।
পাশের জমির মালিকরা এসব প্রভাবশালী মহলকে বাধা দিলেও তারা তা উপেক্ষা করে নির্র্বিচারে মাটি নিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও বড় বড় ড্রাম্প ট্রাকে এসব মাটি পরিবহণে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সড়ক ও মাটি উড়ে নষ্ট হচ্ছে পরিবেশ। দ্রুত সময়ে এসব বিষয়ে পদক্ষেপ না নিলে ভবিষ্যতে খাদ্য উৎপাদন কমতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। দিনাজপুর পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলায় ইটভাটার সংখ্যা ২৪১ টি।
এরমধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে চলছে ৬০ থেকে ৭০টির মত। বাকি ১৭০টি ইটভাটা পরিবেশগত ছাড়পত্র না থাকলেও পুরোদমে চলছে ইট প্রস্তুুত ও বিক্রি। নিয়মনীতি তোয়াক্কা না করেই অবৈধভাবে চলছে অধিকাংশই ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের আইন অনুযায়ী বিশেষ স্থাপনা, রেলপথ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ক্লিনিক, গবেষনা, বাগান, প্রতিষ্ঠান কিংবা অনুরুপ কোন স্থান বা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে এক কিলোমিটার দূরে ইটভাটা স্থাপন করতে হবে।
আরও পড়ুনঅথচ জেলার বোচাগঞ্জ উপজেলার বেশ কয়েকটি ইটভাটা শিক্ষা প্রতিষ্ঠান, আবাদি কৃষি জমির মধ্যে এমনকি পৌরসভার সন্নিকটের কোল ঘেষে গড়ে উঠেছে। এসব ভাটার স্তুপ করা মাটি পাকা রাস্তার কোল ঘেষে রাখার ফলে পাকা রাস্তা নষ্ট হওয়ার পাশাপাশি পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
দিনাজপুর পরিবশে অধিদপ্তরে সহকারী পরিচালক মো: রুবায়েত আমিন রেজা জানান, পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত আছে। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
মন্তব্য করুন