বগুড়ায় সাবেক পৌর কাউন্সিলর আলহাজ শেখ ২ দিনের পুলিশ রিমান্ডে

কোর্ট রিপোর্টার : দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলনের সময় গত ১৮ জুলাই শহরের কামারগাড়ী পান্না হোন্ডা সার্ভিসিং সেন্টরের সামনে স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবিতে ছাত্র জনতার মিছিলে ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমা নিক্ষেপসহ গুলি করে কে এম নূরুল্লাহ্ মন্ডলকে আহত করার মামলায় হাজতি আসামি বগুড়া জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর সভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ শেখকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জাহিদুল ইসলাম ওই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম তাসকিনুল হক আবেদন শুনানি শেষে ওই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি আলহাজ্ব শেখ শহরের সুত্রাপুর গোহাইল রোডের মৃত মুনছুর শেখের ছেলে।
উল্লেখ্য, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ছোট নারিচাগাড়ীর কে এম সাইফুর রহমান মন্ডল কর্তৃক আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমীকলীগের নেতাকর্মীসহ ১১৪ জন আসামির নাম উল্লেখ করে গত ৪ নভেম্বর বগুড়া সদর থানায় দায়েরকৃত এই মামলার অভিযোগে উল্লেখ করা হয় যে, দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলনের সময় গত ১৮ জুলাই শহরের কামারগাড়ী পান্না হোন্ডা সার্ভিসিং সেন্টরের সামনে স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবিতে ছাত্র জনতার মিছিলে এই মামলার আসামিরা ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমা নিক্ষেপ ও মারপিটসহ গুলি করে তার ছেলে এম নূরুল্লাহ্ মন্ডলকে আহত করে।
আরও পড়ুনএম নূরুল্লাহ্ মন্ডলের কপালে লেগে গুরুতর আহত হয় এবং তাকে মারপিটও করে। আহত এম নূরুল্লাহ্ মন্ডলকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে অপারেশনের মাধ্যমে গুলি বের করা হয় এবং পরে তাকে ঢাকায় নিউরো সাইন্স হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়।
মন্তব্য করুন