শিবচরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর

মাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী (৩০) মারা গেছেন। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিবচরের পাঁচ্চরবাজার-সংলগ্ন মাদবরেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সন্ধ্যার দিকে পাঁচ্চর এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হলে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
স্থানীয় লোকজন জানায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি ট্রেনের ধাক্কায় ওই নারী মারা যান।
আরও পড়ুনশিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘আমরা খবর পেয়েছি। যেহেতু রেলে কাটা পড়ে মারা গেছেন, সেহেতু বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবে। আমরা রেলওয়ে পুলিশকে অবগত করেছি।’
মন্তব্য করুন