গাইবান্ধার পলাশবাড়ীতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের সি-সার্কেল অফিসের সামনে থেকে ২৫০ কেভি ট্রান্সফরমার চুরি হয়েছে। এ ব্যাপারে বিদ্যুৎ বিভাগ থানায় লিখিত অভিযোগ করেছে।
অভিযোগে জানা যায়, পলাশবাড়ী পৌরশহর এলাকার পলাশবাড়ী-গাইবান্ধা সড়ক ঘেঁষে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) অফিসের সামনে থেকে ট্রান্সফরমারটি চুরি হয়। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে ভোররাতের যেকোনো সময় এ চুরির ঘটনা ঘটে বলে জানান নেসকো’র পলাশবাড়ী আবাসিক প্রকৌশলী হারুন-অর-রশিদ।
তিনি আরও জানান, ট্রান্সফরমারটির সংযোগ তারের সাথে বেশ কিছু মূল্যবান তামার তার ছিল। সবমিলিয়ে ট্রান্সফরমারটির আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। পলাশবাড়ী থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে বলে তিনি জানান।
আরও পড়ুনএমন উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমারটি কেবল অভিজ্ঞ চোরচক্রের দাঁড়ায় চুরি করা সম্ভব। ট্রান্সফরমারটি থেকে নির্দিষ্ট সংযোগধারী গ্রাহকদের যাতে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় এজন্য একই সড়কে অবস্থিত পৃথক অপর দু’টি ট্রান্সফরমার থেকে তাদের বিদ্যুৎ সঞ্চালন স্থানান্তরিত করা হয়েছে বলে এ বিদ্যুত কর্মকর্তা জানান।
মন্তব্য করুন