ডেভিল হান্ট অভিযানে বাহুবলে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট এলাকা থেকে ‘ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ওসি জাহিদুল ইসলাম।
আটক নেতার নাম ঈমান আলী। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের বাহুবল উপজেলার সাধারণ সম্পাদক।
আরও পড়ুনওসি জাহিদুল ইসলাম বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক ঈমান আলী দীর্ঘদিন পলাতক ছিলেন। তিনি গোপনে দেশবিরোধী অপতৎপরতা চালিয়ে যাচ্ছিলেন। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) তাকে কারাগারে পাঠানো হবে।”
মন্তব্য করুন