ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল

স্পোর্টস ডেস্ক : নানা অঘটন ও নাটকীয়তার পর পর্দা নামতে চলেছে বিপিএলের ১১তম আসরের। টুর্নামেন্টটির শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামছে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামছে চিটাগং কিংস।
আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিরপুরে টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বরিশাল।
ফাইনালের আগে গ্রুপ পর্ব ও সেমিফাইনাল মিলিয়ে বরিশালের বিপক্ষে তিনটি ম্যাচ খেলে চিটাগং। যেখানে একবার হারাতে পেরেছে বর্তমান চ্যাম্পিয়নদের। বাকি দুইটিতেই হারতে হয়েছে তাদের।
এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে চিটাগং কিংস। দ্বিতীয় সেমিফাইনালে পায়ে আঘাত পেয়েছিলেন আলিস আর ইসলাম। তাই এই ম্যাচে খেলা হচ্ছে না এই স্পিনারের। তার বদলে জায়গা পেয়েছেন নাঈম ইসলাম।
আরও পড়ুনচিটাগং কিংস একাদশ: খাজা নাফি, পারভেজ হোসেন ইমন, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), হুসাইন তালাত, শামীম হোসেন, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, নাঈম ইসলাম, আরাফাত সানি ও বিনুরা ফার্নান্দো।
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তাওহীদ হৃদয়, ডেভিড মালান, কাইল মায়ের্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ নবী, রিশাদ হোসেন, এবাদত হোসেন, তানভীর ইসলাম ও মোহাম্মদ আলি।
মন্তব্য করুন