ভিডিও বুধবার, ১২ মার্চ ২০২৫

নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ নিহত

নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে গৃহবধূ নিহত

নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের গুলিতে শান্তা ইসলাম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নিহত শান্তা ইসলাম (২২) শ্রীনগর গ্রামের শাকিল খানের স্ত্রী।

স্থানীয়রা জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলের সঙ্গে প্রতিপক্ষ একই এলাকার দলিল লেখক মো. সোহেল মিয়ার বিরোধ চলে আসছিল। পূর্ব এ বিরোধের জেরে শুক্রবার জুমার নামাজের পর সোহেলের সমর্থকরা চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেলের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা ইসলাম। স্বজনরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইসমাইল হোসেন রাজিব বলেন, দুপুর আড়াইটার দিকে শান্তা ইসলাম নামের এক গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। নিহতের পিঠে গুলির চিহ্ন রয়েছে।

 

রায়পুরা থানার ওসি মো. আদিল মাহমুদ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুর ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা

প্রথম একসঙ্গে ‘ইত্যাদি’র মঞ্চে হাবিব-প্রীতম

আইপিএলের প্রথম পর্বে নেই ১১ কোটি রুপির গতিতারকা

সিনেমায় নয়, এখন নাটকেই বেশি ব্যস্ত সারা জেরিন

বগুড়ার শেরপুরে চোরচক্রের ২ সদস্য গ্রেফতার : ২৯টি  ব্যাটারি ও ১০৫টি গ্যাস সিলিন্ডার উদ্ধার

কাবাডিতে ব্রোঞ্জ জয়ি মেয়েদের জন্য ক্রীড়া উপদেষ্টার অনুদান